BREAKING NEWS

6/recent/ticker-posts

বিধায়ক এর অভিনব প্রতিবাদ নেহুরু স্টেডিয়াম এ

অভি ভট্টাচার্য, দুর্গাপুর:- অভিনব প্রতিবাদ নেহুরু স্টেডিয়াম এর মাঠে।  স্টেডিয়াম এর সৌন্দর্য নষ্ট হয়েছে দাবী শাসক দলের।  দুর্গাপুরের ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়াম যেখানে অতীতে অনেক বড় বড় খেলোয়াররা তাদের খেলার প্রদর্শন করেছেন সেই ঐতিহ্যবাহী স্টেডিয়াম রাজনৈতিক সভার কারণে তার সৌন্দর্য হারিয়েছে আর তাই আগামী দিনে এই স্টেডিয়ামকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনার দাবি তুলেছেন তৃণমূলের পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আর আজ প্রতীকি প্রতিবাদ হিসাবে সেই মাঠে ধান্য চারা রোপন করে এক অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান রাজনৈতিক কারণে সভা করার জন্য দুর্গাপুরে আরো অনেক বড় বড় মাঠ ছিল যেখানে এই প্রধানমন্ত্রী সভা করলে হয়তো দুর্গাপুরে খেলার পরিবেশে কোন ভিন্ন ঘটতো না কিন্তু নেহেরু স্টেডিয়াম এর মতন ঐতিহ্যবাহী স্টেডিয়ামে এইরকম রাজনৈতিক সভা করার ফলে স্টেডিয়াম তার সৌন্দর্য হারিয়েছে। এর প্রতিবাদে শাসক দলের তরফ থেকে তারা দাবী জানাচ্ছেন য়ে দুর্গাপুর এর ক্রীড়া জগতের হৃত গৌরব ফিরিয়ে আনার  এবং এও দাবি রাখছেন যে আগামী দিনে অতিসত্বর স্টেডিয়ামকে তার পুরনো ঐতিহ্য রূপে ফিরিয়ে এনে খেলার পরিবেশে ফিরিয়ে আনার।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ