BREAKING NEWS

6/recent/ticker-posts

তার অস্তিত্ব কি এখনও উজ্জ্বল ?

অভি ভট্টাচার্য, দুর্গাপুর :- দলের কোন পোস্ট তার নেই, কিন্তু ইতিহাস বলছে শিল্পাঞ্চল এর শাসকের ভীত গড়েছেন তিনি। একসময়ের বিরোধী রাজনীতিতে তার আগুন ঝাড়ানো বক্ত্যব্য আর সাধারণ মানুষের জন্যে লড়াই তার জনপ্রিয়তার টি,আর,পি। সিপিএম আমলে প্রাক্তন মেয়র / বিধায়ক অপূর্ব মুখার্জী আর বিশ্বনাথ পরিয়াল আর যুগল বন্দি আজকের মুখ্যমন্ত্রী সবার প্ৰিয় দিদিমনির ভরসা ছিলো। আর তাই শিল্পাঞ্চল এলে অপু, বিশু আর আসানসোলের দাশু এই শব্দ গুলো অনেক বার ভেসে এসেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জনসভা থেকে । কিন্তু সময়ের কালচক্রে রাজনীতির সঙ্গেই রাজনীতি হয়েছে। আর দামোদর দিয়ে বয়ে গেছে অনেক জল,মান অভিমান নিয়ে অনেকেই সম্পর্কে চির ধরিয়েছেন। আর গুরু শিষ্য কে দূরে যেতে দেখেছে শিল্পাঞ্চল। সেই সময়ের বেশ কিছূ নাম আজ সংবাদের শিরোনাম থেকে বাদ পড়েছেন কিন্তু এই ২০২৪ এ শাসক দলের ভাবার কি সময় এসেছে ?
সাধারণ জন মানসে কি প্রশ্ন উঠছে ?
তৃণমল কর্মী বাবাই ঘোষ, উৎপল ঘোষ, বাবাই চ্যাটার্জী বলছে দেখুক দল তাঁদের নেতার পোস্ট তাঁদের মতো কর্মীদের হৃদয় জুড়ে। বেঙ্গল লেন্স তাঁদের প্রশ্ন করে আপনারা কি পাবেন মেন স্ট্রিম এর নেতাদের সঙ্গে না থাকলে ? চাকরি থেকে সমস্ত সুবিধা থেকে তো বঞ্চিত হবেন এ বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি ? উত্তর আসে সত্য কে কি ছাই চাপা দেওয়া যায় ? বাবাই ঘোষ প্রতিবেদককে জানাই এবারের দুর্গাপূজা দেখেছেন এখনও বিশ্বনাথ পরিয়াল শিল্পাঞ্চল এর কাছে প্রাসঙ্গিক কারন কোন পোস্ট ছাড়া,কোন মিডিয়া কভারেজ ছাড়া, প্রচার ছাড়া, কিছূ সাহযোগীতা পাবার আশা ছাড়া, উল্টে অনেকের বিরাগ ভাজন হবে জেনেও যদি তাঁদের দাদা এত গুলো পূজা কমিটির ডাক পেয়েছে উদবোধন এর মঞ্চে, সেখানে কি কোথাও এটা বোঝায় না যে এখন বিশ্বনাথ পরিয়াল এর অস্তিত্ব অস্বীকার করা যায় না। বিশ্বনাথ এর আর এক অনুগামী পল্টু ধীবর তো প্রায় তার প্ৰিয় নেতার জন্যে তারাপীঠ এ পুজো দিতে যায় এগুলো শুধুই ভালোবাসা বলে দাবী করেন । কিন্তু কর্মী রা যায় বলুক বিরোধী মতবাদ এর মানুষের বক্ত্যব্য শোনা যায় কিন্তু তার শুধু ৩০ নাম্বার ওয়ার্ড প্রীতি নিযে, যে শুধু ওখানকার কর্মীদের ই চাকরি হয়, বাকিরা শুধু ভালোবেসে যায় আর আশে। বিশ্বনাথ পরিয়াল ও রুমা পরিয়াল এর সৌজন্যে একটা সময়ে পাশের ২৮,২৯ নাম্বার ওয়ার্ডের নিয়ে বেশ কিছূ কর্ম কাণ্ডের ইতিহাস থাকলেও সেখানকার কর্মীদের ও শিল্পাঞ্চল বেশ কিছূ ওয়ার্ডে অনেক পুরানো কর্মীরা তো কিছূ পেলনা। বিরোধী মতবাদ এর মানুষের বক্ত্যব্য  প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল এর বেকফুটে যাবার পেছনে তার সহ ধার্মিনীর ঠোঁট কাঁটা কথা বার্তা অনেক টা কারন আর বিধায়ক থাকার সময়ে তার আশে পাশে থাকা কিছূ মানুষের জন্যে বিশ্বনাথ বাবু কে অনেক টায় দূরে সরে যেতে হয়েছে। এই ব্যাপারে বিশ্বনাথ বাবু কে প্রশ্ন করা হলে যে দলে আপনার ভূমিকা কি ? তিনি বলেন ২০০০ সালের সম সময়ে কি পাবো কি পাবো না ভেবে সিপিএম এর বিরুদ্ধে লড়তে মানুষের জন্যে কাজ করতে এসেছিলাম কাজ করার চেষ্টা করেছি মানুষের ভালোবাসা পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন করা হয় যে আজ দলের এই রমরম বাজারে আপনি কি একঘরে না আপনার অস্তিত্ব কি সংকটে ? তিনি হেসে বলেন "যে মানুষের মনে থাকে সে কোন অস্তিত্ব সংকটে থাকেনা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী র দল করি আমার পরিচয় আমি তৃণমূল আর দিদি অন্তর থেকে তাঁকে ভালোবাসে। যে যেভাবে নিজেদের ছোট স্বার্থে তাঁকে দূরে করে রাখার চেষ্টা করুক তাতে তার কোন সমস্যা নেই। শুধু তার বিধানসভায় ২০২১ এ তার পরাজয় এর সময়ে ১৬ হাজার এর মার্জিন এ পেছিয়ে গেছিল দল। তখন অনেকে বলেছিলেন যে প্রার্থী ফ্যাক্টর,তাহলে কি এবারের লোকসভা নির্বাচনে লিড এ এসেছে  এই প্রশ্ন তিনি করেন? তিনি বলেন যে ২০১৬ এর পড়ে দলের পশ্চিম বিধানসভা নিয়ে কি পর্যলোচনা হয়েছে ? এখনো ভাবার কি সময় আসেনি ? ২০২১ এর শাসকের প্রার্থী যদি ধরে নেওয়া যায় যে ব্যক্তিগত ইমেজের জন্যে হেরেছে তাহলে প্রশ্ন যে গত লোকসভা নির্বাচনে যখন তাঁকে সামনে এনেও কিছূ মানুষের বিরোধিতায় পেছনে আস্তে হয় সেই সময়ও ১২ হাজারের কাছা কাছি ভোটে পেছিয়ে দল, তাহলে ব্যক্তি ইমেজ না দলীয় ব্যর্থতা ? বেঙ্গল লেন্স প্রশ্ন করে আপনার বিরোধীরা তো বলে যে আপনি সিপিএম এর সঙ্গে সেটিং করে ছিলেন? বিশ্বনাথ বাবু বলেন যে " সিপিএম এর সঙ্গে সেটিং বেশ ভালো বলেছেন "  কে সিপিএম কে তৃণমূল কে কি আজ কি এসব নিয়ে বলা যায়? এখন তো সবাই তৃণমূল। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল কি? ২০২১ বিধানসভার ফল কি? ২০২৪ এর লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল কি? আপনারা তো সাংবাদিক এগুলো পর্যলোচনা করুন তাহলে ই তো বলতে পারবেন বিশ্বনাথ কতটা সেটিং করেছে। প্রতিবেদক এর প্রশ্ন দুর্গাপুর উৎসব এ যাবেন তো? বিশ্বনাথ বাবু বলেন দুর্গাপুর উৎসব এ দুর্গাপুর এর লক্ষ্যধিক সাধারণ মানুষের উপস্থিতি যেমন থাকবে তিনিও সেরকম ই একজন দুর্গাপুরবাসী। আর তার ভালোবাসার অনুগামীরা সবাই যে যার প্ৰিয় শিল্পী দের অনুষ্ঠান মাঠের যে কোন জায়গা থেকেই দেখতে পারে। যদি সময় পায় যাবার চেষ্টা করবেন নিশ্চই সাফল্য কামনা করে উপস্থিত থাকব কি না এখনি বলতে না পারলেও অনুষ্ঠানের সাফল্য কমনা করি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ