BREAKING NEWS

6/recent/ticker-posts

প্রধানমন্ত্রীর মেগা জন সভার আগে হোর্ডিং ঘিরে চাঞ্চল্য

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর :-প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে পৌঁছানোর আগেই দুর্গাপুরের গান্ধী মোড়ে বন্ধ শিল্পের কথা দেখা গেল হোডিং এ। বহু জল্পনার অবসান কাটিয়ে অবশেষে বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের অপেক্ষা, বিহারের মতিহারে জনসভা শেষ করে দুর্গাপুরে ভূমি স্পর্শ করবেন প্রধানমন্ত্রী। দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে সভা করবেন তিনি । পাশাপাশি ৫৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। আর সেই সময়ে বন্ধ রাষ্ট্রয়ত্ত কারখানা বন্ধের হোর্ডিং দেখে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মানুষের মধ্যে জল্পনা দেখা যায়। এছাড়াও এই হোর্ডিং যেখানে দেখা গেছে সেই গান্ধী মোড় থেকে একটি রোড সো করার কথা অসমর্থিত সূত্রে শোনা গেলেও এই ব্যাপারে একটি ধোঁয়াশা রয়েছে তবে প্রধানমন্ত্রীর প্রায় ১৫ কিমি সড়ক পথে সভাস্থলে আসার কথা বলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সড়ক পথে আসার কথা আর সেইখানে গান্ধী মোড়ের গান্ধী মূর্তির উল্টোদিকে  বড় ব্যানারে লেখা আছে " ভাঁওতাবাজি সইবে না বাংলা , দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি কবে খুলবে, মোদী তুমি জবাব দাও।" কিন্তু এই ক্ষেত্রে পোস্টার এর মধ্যে কোন রাজনৈতিক দলের নাম নেই। তাই কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তাতে শুরু হয়েছে পোষ্টার কার্যতই অস্বস্তিতে ফেলেছে ভারতীয় জনতা পার্টি কে। আর এহেন পোস্টারে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা তুঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ