BREAKING NEWS

6/recent/ticker-posts

ছাত্রীদের ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ

ছাত্রীদের জরায়ু ক্যান্সার রুখতে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে।  রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির উদ্যোগে প্রাথমিক ভাবে ৫০ জন ১০ থেকে ১৪ বছরের মধ্যে ছাত্রীকে দেওয়া হল প্রথম ডোজ। ছয় মাস পরে আবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ এতে ভবিষ্যতে সুস্থ থাকবে ছাত্রীরা। পাশাপাশি কি কারনে জরায়ু ক্যান্সার হয় সেই সব বিষয় নিয়ে স্কুলের পড়ুয়াদের সাথে সচেতন করা হয় পড়ুয়াদের অভিভাবকদেরও। এই বিষয়ে পরামর্শ দেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাহুল রায় চৌধুরী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব দুর্গাপুর স্মার্ট সিটির সদস্যরা এবং স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক সহ অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানে উপস্থিত ড. রাহুল রায় চৌধুরী বলেন,"জরায়ু ক্যান্সারের প্রবণতা কমানোর জন্য আজকের এই সচেতনতা। কিভাবে জরায়ুতে ক্যান্সার হতে পারে সেই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে ভবিষ্যতে এই ক্যান্সার যাতে না হয় সেজন্য কি কি করতে হয় সেগুলিও পরামর্শ দেওয়া হয়। এইচপিভি ভ্যাকসিন কেন নেওয়া দরকার সেই নিয়েও সকলকে সচেতন করা হয়।"প্রধান শিক্ষক জয়নুল হক বলেন,"রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটির আর্থিক সহযোগিতায় ও উদ্যোগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর তাই আমরা গর্বিত ও আনন্দিত আমাদের পাশে থাকার জন্য।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ