BREAKING NEWS

6/recent/ticker-posts

চাঞ্চল্যকর অভিযোগ দাদা, বৌদি ও তৃতীয় ব্যক্তির নামে || বৃদ্ধ দম্পত্তির অস্বাভাবিক রহস্য মৃত্যু বিজয়া দশমীর সন্ধ্যে বেলায়

নিজস্ব প্রতিনিধি, সাগরভাঙ্গা :-
বিজয়া দশমীর সন্ধ্যে বেলায় শহরের ৮০ উর্দ্ধ  প্রবীণ নাগরিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু আলোড়ন ফেলে দিয়ে গেছে এলাকাবাসী থেকে পরিবারের মানুষের মনে।সম্পত্তির লোভে বাবা মার অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ করছে কন্যা চৈতালি মুখার্জী। তিনি বারবার অভিযোগ করেন  টাকা পয়সা, সম্পত্তির লোভে মানসিক যন্ত্রনা দিতেন মৃত দম্পত্তির পুত্র ও পুত্র বধূ আর সেই কারনে দুই বৃদ্ধ দম্পত্তির এই মৃর্তু কে তিনি আত্মহত্যা বলে মানতে চাননি। আর এলাকাবাসীর সম্মিলিত বিক্ষোভ এর সুর ও ছিলো একই রকম । আর তাই এটিকে অস্বাভাবিক মৃত্যু রহস্য এর অভিযোগে অভিযুক্ত করছে মৃত দম্পত্তির মেয়ে চৈতালি মুখার্জী।তিনি তার অভিযোগ লিখিত ভাবে থানায় জমা দেন সেখানে চৈতালি দেবী তার দাদা, বৌদি ছাড়াও স্থানীয়  রাজনৈতিক প্রভাব শালী তৃতীয় এক ব্যক্তির দিকে তার  অভিযোগ করেন যে এই মৃত্যু এর জন্যে এরা দায়ী, প্রশাসন উপযুক্ত তদন্ত করুক ।আর এই মর্মে রবিবার একটি লিখিত অভিযোগ পত্র জমা দেন কোকেওভেন থানায়।
এলাকার মানুষ থেকে পরিবারের মানুষ সবাই ক্ষোভের বহি:প্রকাশ দেখায় মৃত দম্পত্তির পুত্র ও পুত্রবধূর উপরে । দুর্গাপুরের কোক ওভেন থানার সাগরভাঙ্গা ২৮ নাম্বার ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য গতকাল রাত্রি থেকে । এলাকাবাসী থেকে পরিবারের মানুষ এই মৃর্তুকে রহস্য এর চোখে দেখছে ও মেজিস্ট্রেট এর সামনে ময়না তদন্তের দাবী জানায় তারা । বাড়ির বাথরুম থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত মৃতদেহে গামছার যে ফাঁস দেওয়া ছিলো সেটা যে পরিমান শক্ত ভাবে দেওয়া ছিলো সেটি সন্দেহজনক বলে অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত শান্তনু মুখার্জীর ।এছাড়াও মৃত দেহের অবস্থান দেখে সন্দেহ হয় এলাকা বাসীর আর এই অস্বাভাবিক মৃত্যুর রহস্য সমাধানে পুলিশের কাছে আবেদন রাখে ঘটনা স্থলে উপস্থিত মানুষেরা।দম্পতির মেয়ে ও পাড়া পড়শীদের সঙ্গে এলাকাবাসীরা অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী কে গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালে পুলিশ অভিযুক্ত দের উদ্ধার করে থানায় নিয়ে যায় । এই অভিয়োগের বিষয়ে মৃত দম্পত্তির পুত্র বিপ্লব ব্যানার্জি কে প্রশ্ন করা হলে তিনি বলেন "তার উপরে করা এই অভিযোগ ভিত্তিহীন,তিনি ঘরে ছিলেন না"। আর মৃত দম্পত্তির পুত্র বধূ অপর্ণা ব্যানার্জ্জী বলেন "সব সংসারেই খুঁটিনাটি হয়, তিনি মা বাবা কে মারেন নি, উপরে ঈশ্বর আছে,মা কালী আছে,বিচার হবে "এমনি পাল্টা দাবি করেন মৃত দাম্পত্তির ছেলে ও পুত্র বধূ ।
একদিকে যখন ঐতিহ্য বাহী দুর্গাপূজা সাগরভাঙ্গা জমিদার চ্যাটার্জী পরিবারের যাদের পূর্বপুরুষের নামে দুর্গাপুর এর নাম করনের দাবী রাখে জমিদার পরিবার। সেই সাবেকি ঐতিহ্যশালী  চ্যাটার্জী বাড়ির দুর্গাপূজার বিজয়ার বিসর্জন ও বিজয়া উপলক্ষে যখন খাওয়া দাওয়া ও আনন্দ অনুষ্ঠান চলছে আর তার ঠিক উল্টোদিকেই ব্যানার্জ্জী বাড়িতে এই ঘটনায় সবাই হতবাক হয়ে পড়ে। গতকাল রাত্রি বেলায় বাড়ির বাথরুম থেকে বৃদ্ধ দম্পতির নিথর দেহ উদ্ধার হবার পড়ে আজ সকাল থেকেই অভিযুক্ত ছেলে আর তার বৌকে গ্রেপ্তারের দাবিতে অভিযুক্তর বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ স্থানীয়দের, পুলিশ পরিস্তিতি সামলাতে এলে তাদেরকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন মৃত দম্পতির মেয়ে,তার আত্মীয় স্বজন ও গ্রামের বাসিন্দাদের। গতকাল রাতেই  ৮২ বছরের নির্মলেন্দু ব্যানার্জী ও বছর ৭৪ র ইলা ব্যানার্জীর ঝুলন্ত দেহ দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায় ।অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবীতে রবিবার সকালে অভিযুক্ত বিপ্লব ব্যানার্জী ও তার স্ত্রী অপর্ণা ব্যানার্জ্জী কে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। পুলিশের সামনেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে মৃত দম্পতির মেয়ে চৈতালি মুখার্জী ও তার বাকি পরিবার পরিজন।প্রতিনিয়ত মানসিক নির্যাতন চলতো টাকার জন্য, আর সেটা না পেয়েই হয়ত এই অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ করতে থাকে মৃত দম্পত্তির মেয়ে। উত্তেজিত জনতার রোশ থেকে পুলিশ অভিযুক্ত দম্পতির ছেলে বিপ্লব ব্যানার্জ্জী ও তার স্ত্রী অপর্ণা ব্যানার্জী কে  উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের সগর ভাঙা গ্রামে। এলাকা বাসী মেজিস্ট্রেট এর উপস্থিতি তে মায়নাতদন্তের আবেদন জানায় পুলিশের কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ