BREAKING NEWS

6/recent/ticker-posts

Big Breaking একের পর এক চুরি শিল্পাঞ্চল এ

একদিকে যখন শারদীয়ার বাজনা বেজে উঠেছে, চলছে উদ্বোধন অনুষ্ঠান ঠিক তখনই কোকওভেন থানার অন্তর্গত ২৯ নাম্বার ওয়ার্ডের সাগর ভাঙ্গা কলোনি জুড়ে  পর পর তিন তিনটি ঘরে  চুরি হয়ে গেল নিঃশব্দে যা কেউ অনুমান করতে পারিনি বা কেউ আভাসও পায়নি। একটি সক্রিয় চোরের দলের সাগর ভাঙ্গা ২৯ নম্বর ওয়ার্ডের এই চুরির ঘটনা ঘিরে আতঙ্ক ও বিষাদের সুর দেখা দিয়েছে এলাকায়। 
 সাগর ভাঙ্গা কলোনির ই ব্লক,এফ ব্লক ও জে ব্লকের ঘরগুলিতে চুরি হয়ে যাবার পরে এলাকাবাসী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক। প্রথম খবরটি আসে জে ব্লক থেকে ময়না দত্ত ও কমল দত্তের ঘরে চুরির ঘটনায় যখন এলাকায় চাঞ্চল্য ঠিক তখনই পরপর ই ব্লক ও এফ ব্লকের রানু মুখার্জির বাড়িতে চুরির ঘটনা সামনে আসতেই গোটা সাগর ভাঙ্গা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। রানু মুখার্জি যখন স্থানীয় আদিবেদি দুর্গা পূজা কমিটির সঞ্চালিকার ভূমিকা পালন করছিলেন ঠিক তখনই তার ঘরে  চুরির ঘটনা ঘটে। আদিবেদী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে ৫০০ মিটারের ব্যবধানে পরপর দুটি ঘরে চুরি হয়ে যায়। পূজার  উদ্বোধনে যখন সাধারণ মানুষএর ভিড়ে সমাগম এলাকা ঠিক তখনই এইরকম দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত বোধ করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় প্রতিটি ঘরেই  সন্ধ্যে বেলায় ২ থেকে ৩ ঘন্টা সময়ে এই ঘটনা ঘটে। ঘরের বাসিন্দারা যখন কেউ বাজারে আবার কেউ পূজা মণ্ডপের উদবোধন এর সঞ্চালনা করছেন ঠিক সেই সুযোগ কে কাজে লাগিয়ে চোরের দল এই ঘটনা ঘটায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ বাহিনী দ্রুততার সঙ্গে পৌঁছে তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ