BREAKING NEWS

6/recent/ticker-posts

বীরভূম সফরে মুখ্যমন্ত্রী

সন্দীপ ভট্টাচার্য, বোলপুর, ২৮ শে জুলাই :- দিনটা বীরভূম এর রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। একদিকে গতকাল তিনি বীরভূমের মাটিতে পা দেবার কিছুক্ষণ পড়েই তার সঙ্গে দেখা করতে আসেন কোর কমিটি সদস্যরা, আর বেশ কিছুক্ষন পরে কোর কমিটির অনুব্রত মন্ডল সহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দেখা করেন। আর ২৭ তারিখের রাত থেকেই গুঞ্জন ছিলো দিদির প্ৰিয় কেষ্ট কি স্বমহিমায় ফিরবে না ২১ শে জুলাই এর মতো সোশ্যাল মিডিয়ার গুঞ্জন দিদি দেখা করেনি সেটাই বহাল থাকবে শেষ অব্দি প্রশাসনিক বৈঠক থেকে কোর কমিটির বিশেষ দায়িত্ব গেলো দিদির প্ৰিয় কেষ্ট তথা অনুব্রত মন্ডল এর হাতে। একদিকে যেমন এই নিয়ে কেষ্ট অনুগামী দের আনন্দ ও উৎসাহ ঠিক তেমনি মুখ্যমন্ত্রীর দরাজ জন মুখী প্রকল্প এর উদ্বোধন থেকে প্রান্তিক মানুষ দের জন্যে সু ব্যবস্থা এক কোথায় বীরভূম এর জোড়া ফুল শিবিরের জমি তে বাড়তি রসদ শে কথা বলতে বাকি রাখেনা।একুশে জুলাই এর সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভাষা-সন্ত্রাসের প্রতিবাদে তিনি বীরভূমের রাঙ্গামাটির এলাকা থেকেই তার কর্মসূচির সূচনা করবেন । সেই মতো 27 শে জুলাই বোলপুরের রঙ্গাবিতান এ সন্ধ্যা বেলায় তিনি পৌঁছানোর সঙ্গে আঠাশে জুলাই বীরভূমের ভাষা আন্দোলনের সুচনা হ্য়।বাংলা ভাষার জন্যে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনে জাতীয় রাজনীতির মঞ্চে এক অন্য মাত্রা বয়ে আনবে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। বাংলা ভাষার উপড়ে আক্রমণ এর প্রতিবাদে তিনি তার কর্মসূচি বীরভূম এর লালমাটি থেকে রবীন্দ্রনাথের ছবি ও বাংলা শব্দ কে সঙ্গে নিয়ে পথে নামেন আর লক্ষাধিক জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একদিকে বাংলা ভাষা আর তার সঙ্গে সরকারী একাধিক কর্মসূচির ঘোষণা তিনি এই বীরভূম সফর থেকে ঘোষণা করেন । তাঁর বিভিন্ন্ সরকারি প্রকল্পের সুচনা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্ঠি করে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ