সায়ন ভান্ডারী ও অভি ভট্টাচার্য, বীরভূম, ২৮ শে জুলাই ২০২৫ :-মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বীরভূমের সীমানা পৌঁছাতেই দেখা গেছিল এক অন্য উচ্ছ্বাস কিন্তু সেই উচ্ছ্বাস ছিল সংযমী এবং পরিমার্জিত। কিছুটা আভাস আগে থেকেই পাওয়া গেছিল যে বীরভূমের ভাষা আন্দোলনে হয়তো বা কেষ্ট ফিরে আসবে নিজের স্বমহিমায় আর ঠিক সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিদির প্রিয় কেষ্ট ফিরলেন সংবাদ শিরোনামে।
২১ শে জুলাই এর মঞ্চে তার অবস্থান নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বহু চর্চা দেখা গেলেও সব কিছুর অবসান হল এদিন। প্রথমে দিদি ২৭শে জুলাই সন্ধ্যে বেলায় ৭ টা ৩০ মিনিটে সরকারি বাংলো 'বন বিতনে' আসার পড়েই কোর কমিটির অনুব্রত মন্ডল ও সুদীপ্ত ঘোষ দেখা করতে যান সেখানে প্রায় ১০ মিনিট কথা হয় সূত্র মারফত এমন ই তথ্য পাওয়া যায়
আর তারপরেই সকাল বেলায় বীরভূমের বেতাজ বাদশা কে দেখা যায় প্রশাসনিক বৈঠকে আর তার পড়ে বেলা গড়াতে মুখ্যমন্ত্রীর পথ সভাতে। মুখ্যমন্ত্রীর পাশে মাননীয় সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ কোর কমিটির সদস্য কাজল শেখ, ডেপুটি স্পিকার আসিস ব্যানার্জ্জী সহ একাধিক নেতৃত্ব কে দেখা যায়।
আর সবার পেছনে হুড খোলা গাড়িতে অনুব্রত মন্ডল কে দেখা গেলেও দিনের শেষে অনুব্রত মন্ডল কে কোর কমিটির কনভেনার এর পদে ঘোষণা র সাথে কোর কমিটির একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো আর এই প্রসঙ্গে ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জ্জী জানান য়ে কোর কমিটি সব সময় একসাথে মিলে মিশে কাজ করে আসছে,কারো সাথে কোন দ্বন্দ্ব নেই তাই সব সময় সামঞ্জস্য বজায় থাকে।
তবে তৃণমূল সুপ্রিমো বার্তা দেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং প্রকাশ্যে য়ে কোন বিবৃতি দেবার আগে সংযম হবার। কিন্তু দিনের শেষে য়ে অনুব্রত মন্ডল দিদির প্ৰিয় কেষ্টর মুখে চওড়া হাসি সে কথা নিয়ে সংশয় নেই।
ছবি বলছে নানুর দিবসে একদিকে যখন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মুখে চাওড়া হাসি ঠিক তখন ই কেষ্ট মন্ডল এর কি ক্যামব্যাক।
এবার অপেক্ষা ২৬ শের বিধানসভা ভোটের ফলাফলের যার দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ