BREAKING NEWS

6/recent/ticker-posts

যৌথ উদ্যোগে " মিওয়াজাকি "

অভি ভট্টাচার্য, দুর্গাপুর :- দুর্গাপুর নগর নিগমের জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শংকরপুর এলাকায় শহরকে দূষণমুক্ত করতে একটি বেসরকারি সংস্থা 'বায়োড়াইভার্সিটি পরিবার' উদ্যোগে এবং দুর্গাপুর নগর নিগমের আর্থিক সহযোগিতায় যৌথ উদ্যোগ এ মোট দু বিঘা জমির উপর ১ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে  গড়ে উঠতে চলেছে ন্যাচারাল ফরেস্ট স্টেশন। ৬ মাসের ব্যবধানে গড়ে উঠবে মিয়োজকি প্রজাতির জাপানী পদ্ধতির একটি উন্নত মানের বনাঞ্চল। যেখানে প্রায় ৬৬ রকম প্রজাতির গাছ লাগানো হবে। দুর্গাপুর নগর নিগমের পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন এরকম উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে কিন্তু সেরকম সাফল্য না পেলেও দুর্গাপুর এ এটি সাফল্য পাবে এই বিশেষ প্রজাতির গাছের বৈশিত্ব হলো মাত্র ৬ মাস পরিচর্যা করলে এটি আগামী দিনে দেখভালের সেরকম প্রয়োজন হয় না কিন্তু সমাজ উপকৃত হয়।
এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি এবং ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর ফরিদপুর ব্লকের সহ-সভাপতি স্বাধীন ঘোষ, এছারাও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম এবং বেসরকারি সংস্থার আধিকারিকেরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ