BREAKING NEWS

6/recent/ticker-posts

দেবী শক্তির উপরে ফোকাশ বঙ্গ বিজেপির

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর :- আর কিছুক্ষনের অপেক্ষা তার পড়েই শিল্পাঞ্চলের মাটিতে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী জী। আর গতকাল থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব দুর্গাপুর এর মাটিতে প্রস্তুতির দিকটি ক্ষতিয়ে দেখতে কোন খামতি রাখতে নারাজ। বঙ্গ বিজেপির নব সভাপতি সমীক ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির  শীর্ষ স্থানীয় নেতৃত্ব। গতকাল দুর্গাপুর এর পলাশডিহা অঞ্চলে বঙ্গ বিজেপির নব সভাপতি সমীক ভট্টাচার্য  আমন্ত্রণ পত্র বিলি করেন আর আজ সকালে ভিড়িঙ্গি কালী মন্দিরে পূজা দিয়ে সাধারণ মানুষ কে আমন্ত্রণ জানান প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু এই আমন্ত্রণ পত্রে বড় চমক জয় শ্রী রাম এর স্লোগানের জায়গায় দেখা গেছে মা কালী ও মা দূর্গার নামে জয়ধ্বনি। তাহলে কি জগন্নাথ মন্দিরে নারায়ণ এর অবস্থান তৃণমূল এর সহায় হলে দেবী শক্তির সরানোপন্ন বঙ্গ বিজেপি। আজ সকালে বিজেপি কর্মী দের উচ্ছাস য়থেস্ট চোখে পড়ার মতো ছিলো। এবার দেখা যাক আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনের কি বার্তা দেয় শিল্প শহর দুর্গাপুর তথা বাংলার জনগণের উদ্দেশ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ