BREAKING NEWS

6/recent/ticker-posts

পোস্টার ঘিরে বিতর্ক তুঙ্গে দুর্গাপুরে

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :- দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে জনৈক তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতার বিরুদ্ধে পোস্টার। আবার আরেকটি পোস্টার এলয় স্টিল প্লান্টে বর্তমান মিউনিসিপালিটি বোর্ড অফ এডমিনেস্ট্রেট মেম্বার দীপু লাহার ছবি সম্মেলিত আর এই পোস্টার গুলো ট্রেড ইউনিয়ন এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুর সফর এর দিনে।
আর এই পোস্টার দুটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ডিপিএল এর পোস্টারে উল্লেখ্য জনৈক ওই inttuc নেতা ডি,পি,এলের inttuc শ্রমিক সংগঠনের প্রাক্তন সম্পাদক ছিলেন এবং তিনি বিভিন্ন্ শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত। আর আজকের এই  পোস্টারে য়া চোখে পড়েছে তাতে মূলত অভিযোগ করা হয়েছে য়ে একদা তৃণমূল এর দুই গোষ্ঠীর নেতার আধিপত্য এর বিষয়। অন্যদিকে মিশ্র স্টিল প্লান্টের পোস্টারের অভিযোগ বোল্ডার মাফিয়া বলে যার দিকে। সেক্ষেত্রে তৃণমূল নেতা দীপু লাহার প্রশ্ন স্থানীয় দলীয় কার্যলয় থেকে বুথ কর্মীর নাম অনুমোদন হবার পড়ে চাকরির আগে পুলিশ সার্টিফিকেট দেয় তাহলে কি তার নামে কোন অভিযোগ নেই তাহলে কিসের ভিত্তি তে দীপক চৌধুরীর মতো ব্যক্তিদের কে বোল্ডার মাফিয়া বলা হচ্ছে এই প্রশ্ন থাকতেই পারে। উল্টোদিকে ডি পি এল এর এই পোস্টার লেখা রয়েছে বিরোধী দল
বিজেপির এই বিষয়ে আন্দোলন করার কথা। ও উল্লেখ হয়েছে ঐ বিতর্কিত পোস্টারে । পোস্টারে উল্লেখিত জনৈক উজ্জ্বল বাবু প্রাক্তন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ বাবুর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও শ্রমিক স্বার্থে লড়াই না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা সহ নানান অভিযোগ করা হয়েছে। আর এদিকে ঐ জনৈক উজ্জ্বল বাবুর কোন  বক্ত্যব্য পাওয়া যায় নি।উল্টোদিকে দীপঙ্কর লাহা জানান যে পুলিশের ক্লিনচিটের পরেই তো মিশ্র স্টিল প্লান্ট এ য়ে দীপক চৌধুরীর নিয়ে এত কথা সে চাকরি পেয়েছে। দীপঙ্কর লাহা এও বলেন য়ে তৃণমূল এর বুথে বুক চিতিয়ে লড়াই করা বুথ কর্মীর নাম তো পার্টি ই মনোনীত করে পাঠান তাহলে এলাকার বুথের ছেলেদের কর্মসংস্থান এর বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে হয় তারাই বিচার করুক। 
এ বিষয়ে শাসক দলের অপর শ্রমিক নেতা আলোময় ঘরুই তিনি অবশ্য দাবী করেছেন এসব বিরোধীদের চক্রান্ত, তিনি পোস্টার সম্বন্ধে কিছু জানেন না । বুধবার দুপুর বেলা বিরোধী দলের পক্ষ থেকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন এর সাথে কোনভাবেই তারা যুক্ত নয় । তিনি এও বলেন শ্রমিক স্বার্থে ডি,পি,এলের উচিত ছিল বিরোধীদলের বক্তব্য শোনা বা তাদের গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে ডিপিএলে তারা কোনভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয় কারন তাঁদের সংগঠন এর বিষয় এ কারখানা কর্তৃপক্ষ উদাসীন। বরঞ্চ এটি শাসকদলেরই গোষ্ঠী কোন্দল এবং এসব ভিত্তিহীন অভিযোগ করে নিজেদের পিঠ বাচাতে চাইছে শাসক দলের শ্রমিক সংগঠনের কিছু নেতারা। আর এই বিষয়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যার বিরুদ্ধে যা অভিযোগ আসছে সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডি পি এল এর পোস্টার এর বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।  কে বা কারা পোস্টার দিয়েছে? কেন পোস্টার দিয়েছে? সেই নিয়েও তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে বলে আশাবাদী  বর্তমান শ্রমিক ইউনিয়ন এর কোর কমিটি ।
(** পোস্টার গুলির কোন রূপ সত্যতা বেঙ্গল লেন্স যাচায় করেনি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ