BREAKING NEWS

6/recent/ticker-posts

একাধিক উন্নয়ন বারাবনি জুড়ে

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর :- এ,ডি,ডি,এ এর চেয়ারম্যান হিসেবে  দায়িত্বে আসার পর থেকে মাননীয় কবি দত্ত মহাশয় এর কাজকর্ম নিয়ে যথেষ্টই সন্তোষ প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর শিল্পাঞ্চলের সফল ব্যবসায়ী মাননীয় কবি দত্ত মহাশয় এ,ডি,ডি,এ এর চেয়ারম্যানের চেয়ারে বসার পর থেকে একাধিকবার দেখা গেছে দুর্গাপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দুর্গাপুর কে তিনি নবরূপে সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলি আড্ডার সীমানাতে অন্তর্ভুক্ত সেগুলি তে উন্নয়নের কর্মসূচি প্রতিদিনই এক অন্য মাত্রায় নিয়ে চলেছেন বর্তমান আড্ডার চেয়ারম্যান। আর আজ বারাবনির বিধায়ক মাননীয় শ্রী বিধান উপাধ্যায়ের এলাকাতে একাধিক উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এ, ডি, ডি, এ এর পক্ষ থেকে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ আসানসোল মহকুমার বারাবনি বিধানসভা এলাকায় মোট চারটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গন্ধেশ্বরী মন্দির নিকটবর্তী ও চটি রক্ষাকালী মন্দিরের নিকটবর্তী এলাকায় শেড নির্মাণ,পাঁচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোসনগর কালী মন্দির নিকটবর্তী এলাকায় শেড নির্মাণ কাটিন ডাঙা আদিবাসী পাড়ায় শেড নির্মাণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয়, আসানসোলের মেয়র শ্রী বিধান উপাধ্যায় মহাশয় সহ অন্যান্য আধিকারিকেরা। এই কাজগুলিতে মোট ৫০ লক্ষ টাকা আনুমানিক ব্যয় হবে প্রাথমিকভাবে বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ