BREAKING NEWS

6/recent/ticker-posts

সম্প্রীতির বার্তা নিয়ে খুশির ঈদে জেলা সভাপতি

ওরা নিষ্পাপ,ওরা আমার আপনার মতন রাজনীতি বোঝেনা ওরা একটুখানি ভালোবাসা চায়। আর আজকের এই খুশির ঈদের দিন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সেই কচিকাঁচাদের নিয়ে এক অন্য ধরনের সম্প্রীতির বার্তা দিল সমাজকে। আজকের খুশির ঈদে বড়দের পাশাপাশি এই কচিকাঁচাদেরও বড় আনন্দের দিন।  বিগত একমাস ধরে তারা বিভিন্নভাবে সংযম জীবন যাপনের পরে আজকের দিনে তারা এক আনন্দে মাতোহারা হয়ে ওঠেন তাদের পবিত্র দিন উদযাপনের জন্য আর এই পবিত্র দিন উদযাপনের সময়ে বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কচিকাঁচাদের নিয়ে পৌঁছে গেলেন বাজারে যার যা কেনার ইচ্ছা সে তাই কিনবে। "চলো যাই ঈদের বাজার"- অভিনবত্ব উদ্যোগ নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর।

রীতিমতো বিধায়ক নিজে বাজারে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন কচিকাচাদের। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে এলাকার প্রায় 200 বাচ্চা কচিকাঁচাদের  (যেমন খুশি কিনতে পারো ) বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দমত বাজার করালেন বিধায়ক। স্বভাবতই খুশি কচিকাঁচাদের মা-বাবারা। এক অভিভাবক রুস্তম ইরানী বলেন, আমাদের বিধায়ক আমাদের অভিভাবক। ঈদ এলেই তিনি শুধু কচিকাঁচা নন বড়দের শাড়ি লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত পৌঁছে দেন। এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি। বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা পাণ্ডবেশ্বর পূজা হোক, ঈদ, ছট কালীপূজা সবেতেই একে অপরের আনন্দে কাটাই। তাই বাচ্চাদের চিন্তা করেছি নিজের পছন্দমত যেমন খুশি তারা জামা কাপড় কিনুক, এটাই তাদের আনন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ