BREAKING NEWS

6/recent/ticker-posts

কংগ্রেসের ' সম্ভবনা যাত্রা '

সন্দীপ ভট্টাচার্য , দুর্গাপুর :-:বর্তমান সময়ে কংগ্রেসের সম্ভবনা নেই বলে অনেকের ভ্রান্ত ধারণাকে মুছে ফেলতে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস আজ দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে একটি সম্ভাবনা যাত্রার সূচনা করেন। উক্ত সম্ভাবনা যাত্রায় মানুষের উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই সম্ভবনা যাত্রা কে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মধ্যেও উৎসাহ যথেষ্ট পরিমাণে ছিল বর্তমান রাজনীতিতে যখন সমাজের একশ্রেণীর মানুষ তৃণমূল বিজেপির এই রাজনৈতিক দলাদলিতে বিরক্ত হয়ে উঠেছেন তখন কি কংগ্রেসের সম্ভাবনা আবার দেখা দিচ্ছে বলেই কি এই সম্ভাবনা ময় যাত্রা ?  
জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় য়ে আসন্ন রাম নবমী এবং ঈদের উৎসবের সমারোহে, সাম্প্রদায়িক আরএসএস, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ধর্মীয় উস্কানি ও বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে,  সৌভ্রাতৃত্বের ডাক দিয়ে,পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস  আজ দুর্গাপুরের বেনাচিতি পাঁচ মাথা মোড় থেকে এক "সদ্ভাবনা যাত্রা"র আয়োজন করে।  এই সদ্ভাবনা যাত্রায় জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও দুর্গাপুরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বিজেপি ও তৃণমূলের ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতিকে নস‍্যাৎ করে ভারতবর্ষের মূল জাতীয়তাবাদী  "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" ধারাকে অক্ষুন্ন রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভ্রাতৃত্ববোধ ও শান্তি বজায় রাখার বার্তা দেন। এই সদ্ভাবনা যাত্রা য় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার সহ বিশিষ্ট গন্য মান্য ব্যক্তিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ