বিগত ২০ বছর দুর্গাপুর এর য়ে কাজ হয়নি বর্তমানে সেই কাজ এগিয়ে চলেছে তীব্র গতিতে এমনি বক্ত্যব্য আড্ডার ইঞ্জিনিয়ার থেকে কর্মচারী সবার এই কথায় জানালেন আড্ডার বর্তমান চেয়ারম্যান কবি দত্ত। হ্যাঁ বর্তমান য়ে রাজনৈতিক পরিস্থিতি সেখানে এক সুতোয় কাজ করছেন এম, পি থেকে বিধায়ক, দলের মন্ত্রী থেকে স্থানীয় কাউন্সিলার আর তার বর্তমান চিত্র ডিভিসি মোর সংলগ্ন এলাকা।
বিগত বামফ্রন্টের আমল থেকে ব্যানারে হার্বল পার্ক থাকলেও শুয়োর চাষের অন্যতম সেই জায়গা আজ বর্তমান আড্ডার চেয়ারম্যান কবি দত্ত এর আমলে দৃষ্টি নন্দন হয়েছে এছাড়াও দুর্গাপুর এর রাস্তা ঘাট সহ হকার দের জন্যে পরিষ্কার সৃষ্টিশীল ব্যাবসায়িক জায়গা গড়ে তুলছেন।
আর এমনি এক কর্মকান্ডের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমান এর এম,পি ও প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ সহ তৃণমূল এর জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী আড্ডার চেয়ারম্যান কবি দত্ত,স্থানীয় কাউন্সিলার দেবু সাঁই, মিউনিসিপাল কর্পোরেশন প্রশাসনিক সদস্য দীপু লাহা, মাননীয় মহকুমা শাসক সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
ডিভিসি মোর থেকে এম এম সী রোটারি এবং দুর্গাপুর পিসিবিএল কারখানা থেকে গান্ধীমোর অব্দি রাস্তার সম্প্রসারণের কাজ যেমন হচ্ছে তেমনি দুর্গাপুর কে ঢেলে সাজাবার কাজ করে চলেছেন প্রতিনিয়ত।
0 মন্তব্যসমূহ