BREAKING NEWS

6/recent/ticker-posts

সুরের মূর্ছানায় ভাসলো সংস্কৃতির শহরের সন্ধ্যা

সংগীত সন্ধ্যায় সুরের মূর্ছনায় মেতে উঠল দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার এর সৃজনী পেক্ষাগৃহ। কচি কাঁচা দের সুরের চর্চা আর সঙ্গে নৃত্যে ও একক মিউজিক এর উপস্থাপনা  দুর্গাপুর এর সংগীত প্রেমী দের কাছে এক অনন্য পাওনা ছিলো। রবীন্দ্র ভারতী মিউসিক একাডেমী 
সংস্থার কর্ণধার সুরজিৎ লাহা জানালেন বেনাচিতি গুরুদুয়ারা রোডে অবস্থিত এই একাডেমি ১৫ বছরের বেশী সময় ধরে চললেও, এই ধরনের উপস্থাপনা এই বছর দ্বিতীয় বর্ষে পড়েছে। প্রায় ১৫০ জন শিক্ষার্থী তাঁদের বার্ষিক অনুষ্ঠানে তাঁদের প্রতিভা শিল্প ও সংস্কৃতি এর শহর দুর্গাপুর বাসির কাছে তুলে ধরেন। প্রত্যেক অংশগ্রহণ কারীকে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত শ্রোতাদের মধ্যে এই ধরনের অনুষ্ঠান কে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো ছিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ