BREAKING NEWS

6/recent/ticker-posts

দুর্গাপুর ক্লাব সমন্বয় এর অভিনব প্রচেষ্টা স্পোর্টস কার্নিভাল

দুর্গাপুরের মতো সাংস্কৃতিক ও শিল্প নগরী তে শুরু হচ্ছে স্পোর্টস কার্নিভাল যার মোট পুরস্কার মূল্য ২৫লক্ষ্য টাকা আর শতধিক ক্রীড়া প্রতিযোগী থাকবেন একাধিক ক্রীড়া মঞ্চে । এবছরের স্পোর্টস কার্নিভাল এর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তৃণমূল এর জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী ও ক্লাব সমন্বয় এর বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ক্লাব সমন্বয় এর থেকে সভাপতি সন্দীপ দে মহাশয় জানান য়ে এই বছর ক্লাব সমন্বয় স্পোর্টস কার্নিভাল এর য়ে আয়োজন করেছেন সেটি এই জেলায় অভিনব উদ্যোগে এসেছে য়া আগামী দিনে দুর্গাপুর তথা গোটা জেলা জুড়ে এক অন্য দৃষ্টান্ত সৃষ্টির পথে নতুন আলোর সৃষ্টি করবে। আর এই স্পোর্টস কার্নিভাল এর মুখ্য উপদেষ্টা তৃণমূল জেলা সভাপতির ভূমিকা য়থেস্ট প্রশংসা পেয়েছে সাংস্কৃতিক মহলে। ৫ ই জানুয়ারি এর উদ্বোধনী অনুষ্ঠানে ভগৎ সিং স্টেডিয়াম এর মঞ্চে থাকছেন জনপ্রিয় গায়ক অনুপম রায়। আগামী ১০ দিনে ক্রিকেট, ফুটবল,দাবা, ম্যারাথন সহ একাধিক ক্রীড়া অনুষ্ঠানে দুর্গাপুর এর যুব সমাজ ও দুর্গাপুরবাসী য়থেস্ট উচ্চসিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ