BREAKING NEWS

6/recent/ticker-posts

আর কয়েক মিনিটের অপেক্ষা শিল্প শহরে

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ ১১ই জানুয়ারি বিকেল পাঁচটার সময় যে সাউথ বেঙ্গল কিক বক্সিং প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবার জন্যে চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে । উক্ত অনুষ্ঠানে য়ে সমস্ত ব্যাক্তিদের উপস্থিত থাকার কথা শোনা গেছে তাঁদের মধ্যে অন্যতম মুখ্য অতিথি হিসেবে থাকছেন শ্রী প্রদীপ মজুমদার, গ্রাম পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মন্ত্রী । এছাড়া থাকছেন মাননীয় সুভাষ মন্ডল sbstc চেয়ারম্যান, শ্রী অনিল কুমার সিং (আইপিএস )ডিআইজি অফ বিএসএফ।  এছাড়া থাকছেন সৈয়দ ইরফান, প্রেসিডেন্ট অফ অল বেঙ্গল মুফালি অ্যাসোসিয়েশন এবং প্রেসিডেন্ট অফ কলকাতা ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশন।   থাকছেন মাননীয় অভিষেক গুপ্তা ,ডেপুটি কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকার কথা শ্রীমতি অনিন্দিতা মুখার্জি , মূখ্য প্রশাসক দুর্গাপুর মিউনিসিপ্যালিটি । ডা:সৌরভ চ্যাটার্জী মাননীয় মহকুমা শাসক। মেম্বার অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন দুর্গাপুর মিউনিসিপাল করপোরেশন এর ধর্মেন্দ্র যাদব । এছাড়া থাকছেন অঙ্কিতা চৌধুরী । শিল্পাঞ্চলের মাটিতে কিক্ বক্সিং এর উত্তাপে শীতের রাতে কতটা উষ্ণ ও বাবা তৈরি হতে পারে সেটাই এখন দেখার দুর্গাপুর সহ সাউথ বেঙ্গলের মানুষরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ