BREAKING NEWS

6/recent/ticker-posts

সবুজের জন্যে আবেদন,সর্বাধিক দুষনে বিদ্ধ শহর

সবুজের জন্যে দুর্গাপুরবাসীর লড়াই আর তার মুখ্য ভূমিকা নিতে অগ্রণী ভূমিকায় এগিয়ে এল দুর্গাপুর সোসাইটি অফ ম্যানেজমেন্ট সাইন্স (dsms )। সহযোগী ভাবে এগিয়ে এসেছে শহরের বেশ কিছু শিল্প,হাসপাতাল থেকে দায়িত্বশীল বেসরকারি প্রতিষ্ঠান। ১০ ই জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টের সময়ে দুর্গাপুর এর ডি,এস,এম,এস ক্যাম্পাস এর প্রেস মিট থেকে দুর্গাপুরের বর্তমান দুষনে য়ে সবুজায়ন একান্ত প্রয়োজনীয় শহরবাসীর স্বাস্থ্য রক্ষায় সেই জনসচেতনা এর লক্ষ্য নিয়ে আগামী ২৫ শে জানুয়ারি ১০ কিলোমিটার একটি ম্যারাথন এর আয়োজন করেছে ডি,এস,এম,এস
এই ম্যারাথন এর বিষয়ে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে ডি,এস,এম,এস সেক্রেটারি শিউলি মুখার্জী বলেন দুর্গাপুর এর উন্নয়নের জন্যে য়েভাবে সবুজ নিধন হচ্ছে সেক্ষেত্রে দুর্গাপুরের দূষনের বিষয়টি সরকার থেকে প্রশাসন সবার গুরুত্ব দিয়ে বিচার করা দরকার।তিনি এটাও বলেন তাঁদের মতো সংস্থার পক্ষে সমাজে জনসচেতনার ক্ষুদ্র প্রয়াস করা ছাড়া আর বিশেষ কি করার আছে। ডি,এস,এম,এস এর তরফে শিউলি দেবী জানান তারা হাজার গাছের দায়িত্ব না নিতে পারলেও বছরে ১০০ টি বৃক্ষ রোপন করেন এবং শুধু তাই নয় সারাবছর সেগুলি সঠিক ভাবে পরিচার্য করেন। আগামী এই ম্যারাথন এর স্লোগান ছিলো "পলিউশন ফ্রি, সলিউশন ট্রি "। আর ১০ ই জানুয়ারি এই সাংবাদিক সম্মেলন এর মঞ্চে সহযোগী স্পনসর হিসাবে দুর্গাপুর এর  শিল্প সংস্থা গ্রাফাইট ইন্ডিয়া এর তরফ থেকে জানানো হয় য়ে বছরে প্রায় ৫০০ গাছ তারা রোপন করেন। সাংবাদিক সম্মেলন এর মঞ্চে বর্তমান দুর্গাপুর এর উন্নয়ন এর জন্যে শতাধিক গাছ কাটার য়ে অনুমতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার সম পরিমান সবুজয়ান কি দুর্গাপুর শহরে করা হবে সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে শিউলি দেবী  বলেন বর্তমান সরকারি নিয়মে য়ে জায়গার গাছ কাঁটা হচ্ছে ঠিক সেই জায়গায় সবুজয়ান না করে সেখান থেকে দূরে কোন জায়গায় য়ে জায়গায় বৃক্ষ রোপন করার য়ে নিয়ম হয়েছে সেক্ষেত্রে দুর্গাপুরের য়ে দূষণ এর মাত্ৰা দেশের সর্বোচ্চ দূষণ এর নিরীখে অন্যতম হতে চলেছে বলে আশংখ্যা প্রকাশ করেন আর তাই সবুজ এর লক্ষ্য নিয়ে এই ম্যারাথন দুর্গাপুরবাসী কে সচেতন করতে অগ্রণী ভূমিকা নিতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ