BREAKING NEWS

6/recent/ticker-posts

সাউথ বেঙ্গল এর মাটিতে এই প্রথম

মহাসমারোহে দুর্গাপুরে অনুষ্ঠিত হবার অপেক্ষায় সাউথ বেঙ্গল কিক বক্সিং প্রতিযোগিতা। শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে আগামী ১১ ও ১২ ই জানুয়ারি টানা দুদিনব্যাপী এই কিকবক্সিং প্রতিযোগিতাকে ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলে যথেষ্ট উৎসাহ।আর এই প্রতিযোগীতা এবারে  ডিএসপি স্পোর্টস হোস্টেল প্রাঙ্গনে হবার কথা জানালেন প্রেস মিট এর মঞ্চে।সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশি প্রতিযোগিতা এবারে প্রথম শুরু হতে চলেছে সংস্কৃতিক ও শিল্প শহরে । এই প্রতিযোগিতার ১৯ টা বিভাগে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে শনিবার সন্ধায় সাংবাদিক সম্মেলনে জানান একাডেমির কর্মকর্তারা। একাডেমির শান্তিময় কুন্ডু, ফিরোজ সেখ ও সর্বজিত মুখোপাধ্যায় দের কথায় এই প্রথম এই রকম কিক বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দুর্গাপুর তথা সাউথ বেঙ্গলএ। দুর্গাপুরে এই প্রতিযোগিতা মঞ্চে পশ্চিম বর্ধমান সহ মোট ১৬ টি জেলার প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।য়ার মধ্যে মূলত ৪৭ জন প্রতিযোগী হচ্ছেন দুর্গাপুরের। চূড়ান্ত পর্বে থাকবেন বিশ্বের ব্রোঞ্জ পদকজয়ী কিক বক্সার ইশান দাস। এছাড়াও এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ জাতীয় স্তরে সফল সাহানা খাতুন সহ আরো অন্যান্য বক্সাররা উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিরা গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রি ও দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ