BREAKING NEWS

6/recent/ticker-posts

মহাসমারোহে শুরু হলো দুর্গাপুরের জনপ্রিয় কল্পতরু উৎসব

বিগত ৪৩ বছরের ন্যায় এই বছর ৪৪ তম কল্পতরু উৎসবের সূচনা হলো ১লা জানুয়ারি থেকে। ১০ দিনের এই মেলাকে ঘিরে দুর্গাপুর বাসির অপেখ্যা থাকে সারাবছরের। এই বছরের উৎসবের সূচনা হলো পশ্চিমবঙ্গর আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল এর জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপালিটির মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী, এস,বি,এস,টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর মিউনিসিপালিটির প্রশাসক কমিটির সদস্য দীপু লাহা,কংগ্রেস এর বার্ষিয়ন নেতা সুদেব বাবু সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিরা। এই বছরের মেলার পরিচালনার ও দেখাশুনার দায়িত্বে থাকা ৩ নাম্বার ব্লক তৃণমূল এর প্রেসিডেন্ট কল্লোল ব্যানার্জ্জী, বিপ্লব বসু ঠাকুর সহ মেলা কমিটি মেলার উদবোধন এর সঙ্গে রাজ্যের ও পশ্চিম বর্ধমান এর দুই মন্ত্রী র হাতে ২০ লক্ষ্য টাকার অর্থরাশি তুলে দেয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। মেলার মুখ্য গেট টি বিষ্ণু মন্দিরের আদলে তৈরী করা হয়েছে যেটি মেলায় আগত মানুষের আকর্ষণ এর কেন্দ্রবিন্দু ছিলো এছাড়া মেলার মধ্যে রামকৃষ্ণ দেব , সারদা মনী ও স্বামী বিবেকানন্দ দেবের জীবন্ত মানুষের স্ট্যাচু দেখতে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় য়ে মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে এই দশ দিনে বেশ কিছু শিল্পীর অনুষ্ঠান রাখা হয়েছে দুর্গাপুর এর সাংস্কৃতিক প্ৰিয় মানুষের জন্যে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ