BREAKING NEWS

6/recent/ticker-posts

চিকিৎসা জগতে নতুন চিন্তাভাবনা নিয়ে হাজির মিশন হাসপাতাল

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর-রবিবার ১২ই জানুয়ারি একটি সেমিনারে ট্রমা, একসিডেন্ট এমার্জেন্সি সহ প্রসূতি ও নবজাতক দের চিকিৎসা পদ্ধতি নিয়ে নতুন দিশা দেখালো  শিল্পাঞ্চলের অন্যতম বেসরকারি মাল্টি স্পেশালিটি মিশন হাসপাতাল। মিশন হাসপাতাল প্রতিনিয়ত তাঁদের চিকিৎসা পদ্ধতি কে ভারতের অন্যতম ও আধুনিক চিকিৎসার মধ্যে উজ্জ্বল উপস্থিতির দাবি রেখে চলেছে । আধুনিক চিকিৎসা ব্যাবস্থাকে উন্নত থেকে উন্নততর করার ক্ষেত্রে তাঁদের প্রচেষ্টা করে যাছেন প্রতিনিয়ত । কিছুদিন আগে মিশন হাসপাতালে একটি বিশেষ ভাকসিনেষণ প্রোগ্রাম চালু করে দুর্গাপুর তথা রাজ্যের মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা ছাড়াও বিদেশ ভ্ৰমণ এর ক্ষেত্রে অত্যন্ত জরুরি প্রয়োজন এর কথা মাথায় রেখে।  আর আজ সিটিসেন্টার এর এক বেসরকারি হোটেলে সেমিনার এর মাধ্যমে দুর্গাপুর সহ রাজ্যবাসীর জন্যে প্রসূতি ও নবজাতক শিশুদের জন্মনোর পড়ে য়ে জরুরি ব্যবস্থা প্রয়োজন তারমধ্যে রেডিও থার্মাল সহ স্পেশাল লেবার রুম এর উদবোধন এর বিষয় টি সামনে আনেন যার ফল স্বরূপ দুর্গাপুর সহ রাজ্যবাসীর নবজাতক শিশুদের চিকিৎসা ব্যবস্থা তে যেমন নতুন দিশা দেখাবে ঠিক তেমনি আজকের সেমিনারে শিশুদের এমার্জেন্সি মেডিসিন সহ এক্সিডেন্ট ট্রমা মেডিসিন ও একজন ট্রমা পেসেন্ট এর ক্ষেত্রে ইসিজি কি কি পরিমাপ বোঝায় তার উপরে বিস্তারিত আলোচনা করেন। ২০২৩ থেকে মিশন হাসপাতালে এক্সিডেন্ট ট্রমা পেসেন্ট দের উপরে সব সময় উন্নত মেডিসিন এর উপরে পর্যলোচনা চলে আসছে, আজ ২০২৫ সালেও সেটি উন্নত করার উপরে আলোচনা করেন। বিশেষ ভাবে উল্লেখ করেন শিশু দের ট্রমা মেডিসিন এর বিষয়ে। আজকের সেমিনারে দক্ষিণ ভারতের সি,এম,সি হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের কর্ণধার ডাক্তার দেবাশিস দাস অধিকারী তার গুরুত্বপূর্ণ বক্ত্যব্য রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার জন এসেরা যিনি গ্লোবাল এমার্জেন্সি মেডিসিন এর কর্ণধার ও ক্যালিফোরনিয়া নর্থ শর উনিভার্সিটি হাসপাতাল ছাড়াও জুকার স্কুল অফ মেডিসিন, নিউ ইয়র্ক, আমেরিকা তে যুক্ত। তিনি পূর্ব ভারতের অগ্রণী হাসপাতাল গুলির মধ্যে মিশন হাসপাতালের পরিকাঠামো তে তার অভিব্যক্তি প্রকাশ করেন। আজকের সেমিনারে শিল্পাঞ্চল এর মিশন হাসপাতাল য়ে প্রতিনিয়ত পৃথিবীর উন্নত চিকিৎসা ব্যবস্থা কে পূর্ব ভারতের মধ্যে তাঁদের হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে নিয়ে চলেছেন সেই বিষয়ে দৃষ্টিপাত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ