সারাদেশের ন্যায় মকর সংক্রান্তির পুন্যস্নান এর জন্যে শহর শিল্পাঞ্চলের উপর দিয়ে যে সমস্ত পুন্যর্থীদের বীরভূমের জয়দেব কেন্দুলী মেলাতে পৌঁছাতে চলেছে তাদের সুবিধার জন্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে দুর্গাপুর ৩ নাম্বার আই,এন, টি,টি,ইউ,সি এর পক্ষ থেকে তিন নাম্বার ব্লক প্রেসিডেন্ট কল্লোল ব্যানার্জি।
দুর্গাপুর তিন নাম্বার আই,এন, টি,টি,ইউ,সি এর পক্ষ থেকে জানানো হয় যে যে সমস্ত পুন্যর্থীরা দুর্গাপুর বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন থেকে সরাসরি জয়দেব কেন্দুলী বীরভূমের এই মেলার পূর্ণ তিথিতে পৌঁছাতে চান তাদের জন্য একটি ক্যাম্প তৈরি করা হয়েছে। দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে এই ক্যাম্প থেকে মূলত নজরদারি চলবে পরিবহন, পুন্যর্থীদের খাওয়া দাওয়া সহ মেডিকেল এর বিষয় টি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের গ্রাম ও উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও দুর্গাপুর মিউনিসিপালিটি কর্পোরেশন এর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী। আর এই সঙ্গে স্বামী বিবেকাননদ এর জন্মদিনের উপলক্ষ্যে দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র কিছু কম্বল বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ