BREAKING NEWS

6/recent/ticker-posts

আগুন এর গ্রাসে কি আবারো কল্পতরু মেলা ? প্রশ্নের মুখে মেলা নিরাপত্তা

মেলার স্টলে গ্যাস সিলেন্ডার বাস্ট হবার মতো বিশাল দুর্ঘটনা থেকে অল্পের জন্যে বাঁচল এযাত্রায় কিন্তু কাজ করল না মেলার তাৎক্ষণিক অগ্নি নির্বাপন নিরাপত্তা ব্যবস্থা এমনি জানালো দুর্ঘটনার শিকার হওয়া মেলায় আসা রামনগর, কুলপি থানা থেকে আসা দোকান এর কর্মচারী তপন হালদার ।এছাড়া রাতের বেলায় ১১ টার কাছাকাছি সময় মেলার আলো নিভিয়ে দিলো বলে অভিযোগ উঠলো মেলা কমিটির উপরে। আর নিরাপত্তা র জন্যে ফায়ার ফাইটার সিস্টেম এর নাকি লকই খোলা গেলনা যার পড়ে পরিস্থিতি সামাল দিতে আসল আসল ফায়ার ব্রিগেট এর একটি ইঞ্জিন। আর নিরাপত্তার বিষয়ে মেলাতে দূরদুরন্ত থেকে আসা মেলার দোকানদার দের উপরে ফরম্যান জারি হল য়ে তারা যেন মেলার মধ্যে কোন রকম রান্না না করেন । কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠল য়ে মেলার মধ্যে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ না করার আর ১০ দিন য়ে দোকান এর মানুষ গুলো এসেছে তারা খাবে কোথায়? এছাড়া প্রশ্ন উঠছে য়ে কোন দুর্ঘটনা ঘটলেও এত ঢিলে ঢালা কেন কমিটির রাত্রিকালীন দায়িত্বে থাকা স্বেচ্ছা সেবকরা ? রাত্রী বেলায় ইলেকট্রিক লাইটের ব্যবস্থা না থাকায় কি দোকানের কর্মচারী দের মোমবাতি বা গ্যাস এর লাইট এসব ব্যাবহার করতে হচ্ছে বাধ্য হয়ে? আর রাতে ইলেকট্রিক লাইট বিহীন মেলা স্টলে তো অন্যান্য বিপদ থাকার সম্ভবনা প্রবল এমন অনেক প্রশ্ন উঠছে আজকের রাতের ঘটনা। আর রাত্রী বেলায় য়ে কোন তাৎক্ষনিক দুর্ঘটনার হাত থেকে মেলার নিরাপত্তা জন্যে কি ব্যবস্থা য়থেস্ট সক্রিয় প্রশ্ন কিন্তু উঠছে মেলা কমিটির উপরে ? রাত্রী বেলায় এই বিষয়ে মেলা কমিটি অফিসে সেরকম কোন উত্তেজনা দেখা না গেলেও দোকানের কর্মচারী রা কিন্তু আতঙ্কিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ