BREAKING NEWS

6/recent/ticker-posts

প্রশিক্ষনের দরকার,সাহায্যের জন্যে কাতর আবেদন

সরকারি সাহায্যের কাতর আবেদন জানাচ্ছেন ইন্টারন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রশিক্ষক । য়ে বিদ্যা শুরু হয়েছে ভারতবর্ষ থেকে সেই বিদ্যার ভরণ পোষণ এখন বিদেশের মাটিতে, মার্শাল আর্ট বা মডার্ন ক্যারেটের সব কৃতিত্ব এখন চীন এর আর সেই আত্ম রক্ষার কৌশলকেই ভারতের মাটিতে ছেলে মেয়েদের মধ্যে তুলে ধরছেন এই একাডেমিক। কিন্তু বর্তমানে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তিনি নিজেই অর্থ কষ্টে ও স্পন্সরশীপের অভাবে জাপানের মতন জায়গায় তার নাম নথিভূক্ত হয়েও তিনি পৌছাতে পারেন নি, কিন্তু তিনি প্রশিক্ষণ দিয়ে চলেছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা ছেলে ও মেয়েদের। ২৬ তারিখ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে আকশায় ক্যারেটে একাডেমী। দেশের বিভিন্ন রাজ্য থেকে এখানে বেশ কিছু ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এই প্রশিক্ষণ শিবির থেকেই প্রশিক্ষণ শিবিরে কর্মকর্তাদের মুখে শোনা গেল যে সরকারি সাহায্যের উদাসীনতার কথা। তারা  সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানায় যে যদি সরকার বা কোন শিল্প সংস্থা তাঁদের কে স্পন্সর এর  বিষয়ে এগিয়ে আসে তাহলে তাদের এই প্রশিক্ষণ শিবির আগামী দিনে অনেক উজ্জ্বল প্রতিভার  স্বীকৃতি দিতে পারবে। বর্তমান যুগে সেলফ ডিফেন্স এর জন্যে মহিলাদের প্রশিক্ষণ যথেষ্ট কার্যকরী। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্সের ভূমিকা অনস্বীকার্য আর তাই সে ক্ষেত্রে ক্যারাটে হচ্ছে এমন এক এমন এক কৌশল যা আপনাকে বাঁচাতে পারে বিভিন্ন শত্রুর অতর্কিত হামলা থেকে। এছাড়াও আজকালকার যুগে মোবাইল গেম এর প্রতি যুবক যুবতীদের আসক্তি চরমহাকারে বেড়ে চলেছে যার ফলে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন যথেষ্ট আকারে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ফুটবল, ক্রিকেট থেকে বিভিন্ন বডি কন্টাক্ট খেলাধুলার প্রতি অনীহা বাড়ছে যারফলে মানসিক থেকে শারীরিক শক্তি বিভিন্ন ক্ষেত্রে এক প্রকার দুর্বল হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম। আর বিভিন্ন রাজ্য থেকে আসা অংশগ্রহণকারী দের য়ে কোন রকমে একটি স্কুল ঘরে রেখে তাঁদের প্রশিক্ষন এর ব্যবস্থা করেছে কিন্তু সেই ব্যবস্থা য়ে য়থেস্ট আশাহত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ