BREAKING NEWS

6/recent/ticker-posts

শিক্ষা দিল জনতা জনার্দন আগামী বছরের জন্যে

শিক্ষা দিল গল্পের সারাংশ আর সারাংশটা কি সেটা কি বুঝতে পেরেছে দুর্গাপুর উৎসব কমিটি ?  শিল্পী চায়নি কোন ছাউনির তলায় নির্দিষ্ট শ্রোতার সামনে হোক তার রক পারফর্মেন্স। তিনি শিল্পী তারকাছে শ্রোতা ও তার সংগীতের ভক্তই বড় কথা তা সে উচ্চবিত্ত হোক আর মাধ্যবিত্ত হোক বা নিম্ন মাধ্যবিত্ত হোক শ্রোতায় বড় কথা একজন সংগীত শিল্পীর কাছে। আর তাই বর্তমান যুব মনে তার মানে ফাসিলস এর স্থান একটু বেশী। বড় বড় বাজেটের শিল্পীদের উপস্থিতি কিন্তু এই জন জোয়ার এর সামনে আসেনি য়ে ভীড় দেখা যায় রূপমের গানের । আর অভিমানী দুর্গাপুর শীতের চোখ রাঙানিকে উপেখ্যা করে জনতার দাদাগিরি কেমন হয় তা বুঝিয়ে দিল বহুরূপী দাদাকে,গুটি কয়েক বাউন্সার আর পেয়াদা দিয়ে য়ে জনগণ রোখা যায়না সেটা নিশ্চই বোঝা গেছে,এক্ষেত্রে সংস্কৃতি আর শিল্পের শহর কিন্তু বোঝাল য়ে প্রশানের উপরে আস্থা রেখে তারা যেকোনো দাদাগিরি কে চ্যালেঞ্জ করতে পারে।
বিগত উৎসবের কয়েকদিন য়ে বাহুবলি দাদা নিজের লোক ছাড়া স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক থেকে সাধারণ জনতা সবাইকে তাড়িয়ে দিয়েছেন অনুষ্ঠান মঞ্চের সামনে থেকে আর তারবদলে বুঝিয়ে দিয়েছেন য়ে বনিক মহলের অনুষ্ঠানে ভি,ভি,আই,পি বা উচ্চবিত্ত দের ছাড়া সাধারণ মানুষের জায়গা নেই। আর সামনের চেয়ারে একটু বসতে চেয়ে বসতে না পেরে দুর্গাপুর মা বোনদের দুর্গাপুর উৎসব এর অফিসে এনিয়ে অভিযোগ জানানোর ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আর সেটা দুর্গাপুর এর মানুষ কি ভালোভাবে নেয়নি সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে? আর এই প্রশ্নের উত্তর কে দেবেন সেটা না জানা গেলেও দুর্গাপুর উৎসবের চেয়ারে কিন্তু আর সেই আশাতীত মানুষ দেখা যায়নি শুধু সেটার থেকেও বড় ব্যাপার হলো মাঠের উপরে উৎসব কে কেন্দ্র করে আসা দোকানিদের দুঃখের কথা উঠে আসে, তাঁদের মুখে খাবার টাকা উঠছে না এমন কথা দুর্গাপুরবাসী শোনে আর শুধু কি এখানেই শেষ সেটা কিন্তু নয় এরপরে বাংলাদেশ এর পতাকা নিয়ে মেলায় আসা স্টল কে নিয়ে বিতর্ক আর বিজেপির থেকে শোনা যায় আন্দোলন এর হুমকি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ