বিগত উৎসবের কয়েকদিন য়ে বাহুবলি দাদা নিজের লোক ছাড়া স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক থেকে সাধারণ জনতা সবাইকে তাড়িয়ে দিয়েছেন অনুষ্ঠান মঞ্চের সামনে থেকে আর তারবদলে বুঝিয়ে দিয়েছেন য়ে বনিক মহলের অনুষ্ঠানে ভি,ভি,আই,পি বা উচ্চবিত্ত দের ছাড়া সাধারণ মানুষের জায়গা নেই। আর সামনের চেয়ারে একটু বসতে চেয়ে বসতে না পেরে দুর্গাপুর মা বোনদের দুর্গাপুর উৎসব এর অফিসে এনিয়ে অভিযোগ জানানোর ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আর সেটা দুর্গাপুর এর মানুষ কি ভালোভাবে নেয়নি সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে?
আর এই প্রশ্নের উত্তর কে দেবেন সেটা না জানা গেলেও দুর্গাপুর উৎসবের চেয়ারে কিন্তু আর সেই আশাতীত মানুষ দেখা যায়নি শুধু সেটার থেকেও বড় ব্যাপার হলো মাঠের উপরে উৎসব কে কেন্দ্র করে আসা দোকানিদের দুঃখের কথা উঠে আসে, তাঁদের মুখে খাবার টাকা উঠছে না এমন কথা দুর্গাপুরবাসী শোনে আর শুধু কি এখানেই শেষ সেটা কিন্তু নয় এরপরে বাংলাদেশ এর পতাকা নিয়ে মেলায় আসা স্টল কে নিয়ে বিতর্ক আর বিজেপির থেকে শোনা যায় আন্দোলন এর হুমকি।
0 মন্তব্যসমূহ