স্থানীয় খবর এর গুরুত্ব ও ভূমিকা সামাজিক ভাবে য়থেস্ট তাৎপর্যপূর্ণ।
সমাজের এমন অনেক বিষয় য়া স্থানীয় পত্রিকা গুলো তে সংবাদ শিরোনামে জায়গা পেয়ে থাকে সেগুলি হয়ত অন্য কোথাও প্রকাশিত হবার সুযোগ হয় না সেগুলিকে সমাজে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাগুলির ভূমিকা অনস্বীকার্য। আর এরকমই বেশ কিছু সংবাদ মাধ্যমের সম্পাদক দের একটি মঞ্চ ' দুর্গাপুর এডিটর গিল্ড '। আর দুর্গাপুর উৎসবের ময়দান থেকে দুর্গাপুর এডিটর গিল্ড এর ষ্টল এর দ্বারদোঘটন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, দুর্গাপুর মিউনিসিপালিটি এর এক্সেকিউটিভ বডির অন্যতম মাননীয়া অনিন্দিতা মুখার্জী, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল হক সহ পৌরসভার সদ্যস্য দীপঙ্কর লাহা সহ বিশিষ্ট ব্যাক্তিরা। আর দুর্গাপুর এডিটর গিল্ড এর স্টল এর মধ্যে থাকা বিভিন্ন পত্রিকা গুলি কে দেখে যথেষ্ট প্রসংসা শোনা যায় উপস্থিত ব্যাক্তি বর্গদের কন্ঠ এ এছাড়া জেলা সভাপতি এই গিল্ড এর প্রতিটা সদস্যের পাশে থাকার বার্তা দেন।
0 মন্তব্যসমূহ