BREAKING NEWS

6/recent/ticker-posts

জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে তদারকিতে জেলা সভাপতি

অভি ভট্টাচার্য, দুর্গাপুর :-পাণ্ডবেশ্বর বিধানসভাতে ভোটার তালিকার বিশেষ সংশোধনী কাজে তৎপরতা আনতে বিশেষ নজরদারি বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে। আজ পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের দলীয় কর্মী,কর্মকর্তাদের নিয়ে এই মিটিংটি অনুষ্ঠিত হয় লাউদোহা সৃষ্টি কমিউনিটি হলে।ভোটার লিস্টের বিশেষ সংশোধনীর প্রক্রিয়া চলছে দেশজুড়ে। রাজ্যে শাসক দলের তৎপরাতও তুঙ্গে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই কাজ নিয়ে গত একমাস আগে থেকে শাসকদল আভ্যন্তরীণ মিটিং করেছে বলে দলীয় সূত্রের খবর।। বুথ, ওয়ার্ড ভিত্তিক সভাও হয় এই ভোটার তালিকার সংশোধনি নিয়ে।এই কাজে গতি আনার জন্য তৃনমুল কংগ্রেসের জেলা কমিটির থেকে অনলাইন তথ্য সংগ্রহের বিশেষ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।প্রতেকদিন প্রত্যেক বুথ থেকে অনলাইন রিপোর্ট জমা হচ্ছে জেলা দপ্তরে। প্রত্যেক বিধানসভাতে এই কাজকে সূচারুরুপে করার জন্য নির্দিষ্ট নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।এমনকি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও নিজে বিভিন্ন বিধানসভাতে ঘুরে বেরাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ