আচার্য দেবের নির্দেশে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ধৃতী স্বজ্জনী মহোউৎসবের কথা পৌঁছে দেওয়ায় তাঁদের উদ্দেশ্য। আর এই বছর অষ্টম বর্ষে পদার্পন করল শ্রী শ্রী ঠাকুরের এই উৎসব আর সেই সাথে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৩৭ তম জন্ম মহউৎসব এ পদর্পন করেছে।
প্রায় লক্ষধিক ভক্ত সমাগমের কথা চিন্তা করে এই মহউৎসব এর আয়োজন করেছেন উদ্যোক্তারা, দুর্গাপুর কে কেন্দ্র করে এই মহউৎসব এর আয়োজন হলেও আশে পাশে অবস্থিত জেলাগুলি থেকেও অনেক ভক্ত সমাগম হয় উক্ত অনুষ্ঠানে।
সকালে তৃণমূল এর পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট চিকিৎষক সত্যজিৎ বোস সহ বিশিষ্ট ব্যক্তি দের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্যনীয় ছিলো।
একদিনের এই ধৃতী স্বজ্জনী মহৎসব এ ভক্তদের জন্যে ভাণ্ডারা, সুপার স্পেশালিটি মেডিকেল চেকআপ ক্যাম্প ছাড়াও দীক্ষা গ্রহণ এর ক্যাম্প গুলি ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো ছিলো। সকাল থেকে একদিকে ছিলো ঠাকুরর নামগান, সৎসঙ্গ সহ ধৰ্মীয় কর্মকান্ড।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর পরিবারের থেকে দেওঘর থেকে উপস্থিত হন পূজনীয় মা ও সবার শ্রদ্ধেয় পূজনীয় বিঙ্কি দা বা পূজনীয় অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী যিনি সৎসঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন এর দায়িত্বে উপবিষ্ট। ঠাকুর পরিবারের উপস্থিতি তে ভক্তদের মধ্যে উদ্দীপনা য়থেস্ট লক্ষনীয় ছিলো।
সারাবছর বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকেন বলে জানান এই মহৎসব এর এক অন্যতম সক্রিয় ভক্ত জানান কোন সদস্য পদ সংগ্রহ নয় এখানে ভক্তরা অর্ঘ্য দেয় ও সমস্তটায় দীক্ষা ভিত্তিক এবং এই মহৎসব এর প্রাঙ্গন এ দীক্ষিত হবার জন্যে ভক্ত দের আগ্রহ য়থেস্ট লক্ষনীয় বলে জানান অভিজিৎ চট্টোপাধ্যায় ও আবির ঘটক ব্যক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ