BREAKING NEWS

6/recent/ticker-posts

শারদীয়া উৎসবের একের পর এক সার্বজনীন পুজো মন্ডপ উদবোধণ

মহালয়া দিন থেকেই দুর্গাপুরের একের পর এক পূজা মন্ডপ গুলির উদ্বোধন শুরু হয়ে গেছে কার্যতো দুর্গাপুর বাসীর জন্য এবছর পূজোর রেশ দশদিনের থেকেও বেশি হতে চলেছে যার ফলে কার্যতই দুর্গাপুরবাসীর উচ্ছাস চোখে পড়ার মতো। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী দুর্গাপুরের তিনটি বড় পুজো কমিটির উদ্বোধন করলেও গতকাল দুর্গাপুরের মার্কনী দক্ষ্মীন পল্লী সার্বজনীন ,চতুরঙ্গ সার্বজনীন,ফুলঝোড় সার্বজনীন সহ একাধিক দুর্গাপূজার উদ্বোধন হয়েগেছে। আর এই সব উদ্বোধনগুলির মধ্যে চোখে পড়ার মতো উজ্জ্বল উপস্থিতি চ্ছিলো মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় , আসানসোল দুর্গাপুর অথরিটির চেয়ারম্যান কবি দত্ত মহাশয়, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ একাধিক প্রসানিক কর্তা ব্যাক্তিরা। উদ্বোধন অনুষ্ঠান কে 
কেন্দ্র করে কোথাও ধুনুচি নাচে, আবার কোথাও শারদীয়া সংখ্যার পত্রিকা প্রকাশ এর মাধ্যমে অনুষ্ঠান গুলি কে এক আলাদা মাত্ৰা দেওয়া হয়। তবে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এর বক্ত্যব্য সবার মন কেরে আর এক্ষেত্রে মানুষের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করার মতো ছিলো।
এছাড়া বেনাচিতি প্রভাত সংঘের পূজা এবার মানুষের জন সমক্ষে উঠে এসেছে। প্রভাত সংঘের সারজনীন পূজার উদ্বোধন অনুষ্ঠানে ট্রেড ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ ঘটক, প্রাক্তন দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক বিশ্বনাথ পরিয়াল ও জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী এর গৌরভময় উজ্জ্বল উপস্থিতি দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ