BREAKING NEWS

6/recent/ticker-posts

রাজস্থান এর হাওয়া মহল এবার শিল্পাঞ্চল এর মাটিতে

রাজস্থান এর হাওয়া মহল ভারতের পর্যটন মানচিত্রে এক অন্যতম দর্শনীয় স্থান। আর এবার শিল্পাঞ্চল এর সাধারণ মানুষের কাছে হাওয়া মহল কে তুলে ধরতে দুর্গাপুরের অগ্রণী পরিষদ তাঁদের সার্বজনীন দুর্গাপূজার মন্ডপ কে প্রস্তুত করেছেন রাজস্থানের হাওয়া মহলের অনুকরনে। উদ্বোধন এর আবহে রাজস্থান এর ঐতিহ্য কে তুলে ধরতে বর্ধমান দুর্গাপুর এর সাংসদ কীর্তি আজাদ,মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, পশ্চিম বর্ধমান এর জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,জেলা শাসক এস পুন্যবোলম আইএস ,ও মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ঘটলে রাজস্থানী সংগীত এর সঙ্গে মণ্ডপের দুধারে রাজস্থানী সাজে প্রদীপ হাতে তাঁদের অভর্থনা জানায় কচিকাচারা।পূজা কমিটির তরফ থেকে ৬ ই অক্টোবর রবিবার চতুর্থীর সন্ধ্যে বেলায় অগ্রণী পরিষদ এর মন্ডপ সবার জন্যে খুলে যায়। উদ্বোধন অনুষ্ঠানে একে একে বিশিষ্ট ব্যক্তিদের কে মন্ডপের একটি করে রেপ্লিকা ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন পুজো কমিটির তরফ থেকে জেলা শাসক এস পুন্যবোলাম আইএস মহাশয় উপস্থিত মানুষ ও দুর্গাপুরবাসী কে শারদীয়ার শুভেচ্ছা জানান। সাংসদ কীর্তি আজাদ মহাশয় তার তার বক্তব্যে বলেন যে এ বছর তার কাছে খুবই দুঃখের ও বেদনার কারণ এবছর তার সহধর্মিনীর প্রয়াণ ঘটেছে কিন্তু নবরাত্রির এই পুন্য তিথিতে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষ কে শারদীয়ার শুভেচ্ছা ও শুভ কামনা জানান। এছাড়া কিছু ছোট শিশু দের হাতে কিছু বই খাতা তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ