সম্প্রীতির এক অন্য বার্তা দিচ্ছেন রামপুরহাট ১ নাম্বার ব্লকের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম। বনহাট অঞ্চল প্রধান তিনি আর তার এলাকায় তার জনপ্রিয়তা তার কর্মকান্ডে প্রকাশ পায়। শারদীয়া উৎসব হোক বা ঈদের দিনের খুশির বার্তা নিয়ে এলাকার মানুষের কাছে পৌঁছে যান তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তে উৎসব এর দিনে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে ঠিক সেই সময় শারদীয়া উৎসবে এলাকার মাতৃ রূপের মা বোন দের জন্যে শারদীয়া উপহার নিয়ে তিনি এলাকার মহিলাদের পাশে থাকতে ও তাঁদের শারদীয়া উৎসব এ নতুন বস্ত্র উপহার দিয়ে তাঁদের এক টুকরো আনন্দ দিতে তার প্রচেষ্টা লক্ষনীয়। তার কর্মী সমর্থক দের দাবী তাঁদের নেতা জহরুল ইসলাম বরাবর এই রকম কর্মসূচি নিঃশব্দে করে আসেন।
এবছর প্রায় ৮০০০ গ্রাম বাসীদের জন্যে নতুন বস্ত্র বিতরণ করে সম্প্রীতির বার্তা দিচ্ছেন তিনি আর স্বভাবতই এলাকা বাসী ও তাঁদের আশীর্বাদ এর হাত তার মাথায় রেখেছেন।
বিরোধীরা যখন নানা ইস্যু তে আন্দোলন মুখী ঠিক তখন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জ্জীর উৎসব এ ফিরুন আহ্বান এর এক টুকরো ছবি দেখা যাচ্ছে বনহাট অঞ্চলে। রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় পূজা কমিটি গুলি তাঁদের পূজা উদবোধন এ ব্যাস্ত ঠিক তখন গ্রামের সাবেকি পূজা গুলি আর চার দিন বাদে উৎসব মুখর হয়ে উঠবে ঠিক সেই সময় জহরুল বাবু দের বার্তা " ধর্ম হোক যার যার উৎসব হোক সবার "
0 মন্তব্যসমূহ