BREAKING NEWS

6/recent/ticker-posts

পদ্ম বিধায়ক কে টি২০ এর স্টাইলে ঝোড়ো ব্যাটিং, করে মাঠের বাইরে খেলে দিচ্ছে ঘাশঁফুল

আজকের সকাল টা t20.ম্যাচের মুডে শুরুটা হলো বেনাচিতি ভিড়িঙ্গি সংলগ্ন অঞ্চল থেকে, ঠিক এই জায়গায় আমরা লোকসভা ভোটের দিন দেখেছিলাম তৃণমূপ কর্মীদের খেলা। আর এই নিয়ে প্রায় দু দুটো t20 ইনিংস এর মতো ঝোড়ো ব্যাটিং করে খেললো তৃণমূল ব্যাটসম্যানরা। এবার আপনারা বলতেই পারেন আমরা আজকের এই ঘটনা টা t20 খেলার মতো করে বলছি কেন ? আসলে ব্যাপারটা এই ঘটনা কে স্পোর্টিং মুডে ফার্স্ট ইনিংস ও সেকেন্ড ইনিংস বলে দাবী করছেন দুর্গাপুর বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া প্লাটফ্রম এ ।
(ছবি সংগৃহীত সোশ্যাল মিডিয়া প্লাটফ্রম থেকে )
Rg kar কাণ্ডের ফলে রাজ্য জুড়ে এই জঘন্য ধর্ষণের প্রতিবাদের ঘটনা বহুল আজ রাজ্যের প্রতিটা মানুষ অবগত। সমাজের সর্ব স্তর থেকে আজ rg kar ঘটনার জন্যে নিন্দার ঝড় সুনামি তে পরিণত হয়েছে।  কিন্তু প্রায় কম বেশি ১৫ দিন অবগত হতে চলেছে এই জঘন্য ঘটনার কিন্তু আজও সমাজ " we want justice " এর দাবীতে রাস্তায়। আর এই একই দাবীতে শাসক দল ও রাস্তায়। কিন্তু বিরোধী দলের অভিযোগ শাসক দল কে ন্যায় বিচারের দাবীতে অভিযুক্ত করেছে বরংবার। 
শাসক দলের অভিযোগ বিরোধীদের দিকে, rgkar এর এই জঘন্য ঘটনা কে নিয়ে তারা রাজনীতি করে বাংলাকে বদনাম করার উদ্দেশ্যে সাধারণ মানুষের দাবীর লক্ষ্য কে অন্যদিকে ঘুরিয়ে রাজ্য সরকার ও রাজ্যের ভাবমূর্তি তে আঘাত করছে বিরোধী দল আর তাই বিরোধীদের ডাকা এই বাংলা বন্ধের বিরোধিতা করে তৃণমূল কর্মীদের রাজ্য কে সচল রাখতে পাল্টা পথে নামে শাসক দলের কর্মীরা আর তাই আজ রাজ্য জুড়ে বিরোধীদের সঙ্গে প্রতি পদে শাসক দলের কর্মী সমর্থক রা আজ রাস্তায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ