BREAKING NEWS

6/recent/ticker-posts

দুর্গাপুরের ফটোগ্রাফারদের সিনেমাটিক ভিডিওশুট এর প্রশিক্ষন

দুর্গাপুর ও তৎসংলগ্ন এলাকার ফটোগ্রাফার দের জন্যে বিশ্বব্যাপী ক্যামেরার ম্যানুফ্যাকচার কোম্পানি Nikon দুর্গাপুর এর একটি বেসরকারি হোটেলে প্রায় শতধিক ফটোগ্রাফার এর উপস্থিতিতে পশ্চিমবাংলার স্বনামধন্য মেন্টর ও ফটোগ্রাফার অভ্রনীল মালাকার ফটোগ্রাফার দের কিভাবে ফ্রেম করতে হয় এবং কি কি ধরনের ফ্রেম মোশন করতে হয় এই বিষয়ে বিস্তারির আলোচনা করেন। 
এই ওয়ার্কশপ এ আগত দুর্গাপুর এর সিনিয়র ও জুনিয়ার ফটোগ্রাফার রা য়থেস্ট উৎসাহিত। ওয়ার্কশপ এর অংশগ্রহণ কারী ফটোগ্রাফার ইরশাদ মিয়া, অতনু চক্রবর্তী, অমর পাল, বাসুদেব দাস সহ একাধিক ফটোগ্রাফার এই ধরনের ওয়ার্কশপ এ অংশগ্রহণ করে য়থেস্ট উৎসাহিত।
Nikon কোম্পানির আধিকারিক শিবাশিষ মুখার্জী  জানান তাঁদের কোম্পানি শুধুমাত্র প্রোডাক্ট সেল করা ছাড়াও তারা প্রোডাক্ট এর সার্ভিস ও ফটোগ্রাফার দের ট্রেনিং এর জন্যে সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে ও আগামী দিনেও তাঁদের এই কর্মকান্ড গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ