BREAKING NEWS

6/recent/ticker-posts

বাঙালি উদ্যোগপতির হাতে আড্ডার দায়িত্ব

অভি ভট্টাচার্য - দুর্গাপুর আর আসানসোল এই দুই শহর ও সান্নিহিত অঞ্চল কে নিয়ে পশ্চিম বর্ধমানের আড্ডা( আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি ) এর বৃত্ত। আর আজ এই আড্ডার মাথায় লাকি 7 সংখ্যার পাশে লেখা হলো দুর্গাপুরের তরুণ উদ্যোগপতি কবি দত্ত এর নাম। 
সকাল ১১ টা ১৫ তিনি তার নতুন দায়িত্ব ভার গ্রহণ করতে এ,ডি,ডি,এ ভবনে তার চেম্বারে যখন প্রবেশ করলেন তখন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমান এর নব নির্বাচিত সংসদ কীর্তি আজাদ। ধর্মপ্রাণ বাঙালি উদ্যোগপতি কবি দত্ত প্রথমেই তার আরাধ্যা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করেন তার নতুন দায়িত্ব। এর  পরে একে একে উপস্থিত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তার শুভাকাঙ্খী, পরিবারের মানুষ সহ দুর্গাপূরের রাজনৈতিক ব্যাক্তিত্বরা। 
মন্ত্রী প্রদীপ মজুমদার কে খুব আপ্লুত দেখায় আজকের এই দিনে। এক কথায় তিনি ও জেলা সভাপতির নেতৃত্বে দুর্গাপুর এর রাজনৈতিক পরিমন্ডল এর পরিবর্তন যেমন লক্ষণীয়। তেমনি প্রকাশ্যে গোষ্ঠীদন্দ থেকে দল আজ বিরত, জেলা সভাপতি ও মন্ত্রীর যুগলবান্দি তে এক অন্য সমীকরণ কাজ করছে শিল্পাঞ্চলের সর্বত্র, আর আজ এমনি এক ব্যক্তিত্ব বর্তমানের মন্ত্রী সভার নির্ভরযোগ্য সদস্য প্রদীপ মজুমদার এর আশীর্বাদ এর হাত দেখা গেল বর্তমান আড্ডা এর চেয়ারম্যান এর মাথায় 
কখন দেখা গেল তার স্নেহের পাত্র কে আশীর্বাদ করতে কখন নিজের আরাধ্যা দেবতার ছবি মাথায় ঠেকিয়ে দিতে। সাংসদ কীর্তি আজাদ মহাশয় ও তার শুভেচ্ছা জানান নব নিযুক্ত চেয়ারম্যান কে।
বেশ খানিকক্ষন পড় শতধিক কর্মী সমর্থক কে নিয়ে জেলা সভাপতির প্রবেশ মাত্র তাঁকে জড়িয়ে ধরেন কবি দত্ত মহাশয় 
বিশাল মাপের ফুল মালায় তখন তিন ব্যাক্তিত্ব এক ফ্রেম এর ছবি আগামীর বার্তা দেয় নিঃসন্দেহে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ