BREAKING NEWS

6/recent/ticker-posts

আজ নীল রঙে ( সবুজে ) মিশে গেছে লাল আজ রং চিনে নেবার অকাল।

অভি ভট্টাচাৰ্য - সব জল্পনার অবসান ঘটিয়ে লাল কার্পেট এর লালবাতির সিগন্যালে তার গাড়ি থেমে গেল, দুর্গাপুরের ইদানীংগ কালের সিপিএম এর মুখ পঙ্কজ রায় সরকারের। তিনি তার গাড়িকে এবার সবুজ বাতির সিগন্যালে ঘুরিয়ে ছুটবার অপেক্ষায়। লাল ঝাণ্ডার যে তরুণ ব্রিগেড তার কোথায় দৌঁড়াতে দেখা যেত আজ তারা দুর্গাপুরের অরবিন্দ ইভিনিউ তে প্রাণ খুলে "জয় বাংলা " স্লোগানে কাঁপিয়ে দিল, কোথাও যেন তারাও এই স্লোগানের সুরে সুর মেলাবার জন্যে অপেক্ষায় প্রহর গুনছিলো।আর লাল কার্পেট এর সরকার বাবু সিপিএম এর মঞ্চ থেকে যে সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে লড়াই করে গেছেন,সেই নেতার মুখেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর কথা। 
এবার বেঙ্গল লেন্স এর দুটো ছবি আপনাদের পুরো স্ক্রিপ্ট টা বলে দেবে 
ছবি দুটো দেখে নিশ্চই পরিষ্কার,হ্যা ঠিক ধরেছেন সাদা পাঞ্জাবী পায়জামা তে তৃণমূলের শিল্পাঞ্চলের অর্জুন নরেন্দ্রনাথ চক্রবর্তী লাল গোলাপ দিয়ে আহ্বান জানাচ্ছে শিল্পাঞ্চলের লাল বাড়ির  যুব শ্রমিক নেতা পঙ্কজ রায় সরকার কে। নীল কার্পেট তার জন্যে অপেক্ষায়। কিন্তু প্রশ্ন লাল কি মনন, চিন্তন থেকে সবুজ ? 
সময় এবার সেই গান এর চিত্রনাট্য কে রূপ দেবার গান টা মনে আছে নিশ্চই আপনাদের লাইন টা হলো 
" আজ নীল রঙে মিশে গেছে লাল 
আজ রং চিনে নেবার অকাল "
তিনি আসছেন আর নীল রঙে মিশে যাবে লাল ছবি  কথা বলে আর বেঙ্গল লেন্স এর এই ছবি গুলো নিজেরাই একটা একটা স্টোরি। তাই আমাদের পড়বর্তী প্রতিবেদন এ তুলে ধরব কি? কেন? কারন?। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ