BREAKING NEWS

6/recent/ticker-posts

সংঘ প্রচারক এর ভূমিকায় সংসদ দিলীপ ঘোষ এর ছবি ধরা পড়ল প্রাতভ্রমনের মুহূর্তে

দিলীপ ঘোষ একটা সময় ছিলেন সংঘ প্রচারক তিনি ব্যাক্তিগত সাক্ষাতকারে বলেছেন তিনি ছিলেন সংগঠক দল তাকে এই জায়গায় এনেছে তিনি সেই কাজ করে চলেছেন । তিনি তার অকপট ভাষণের জন্য বিখ্যাত তাই এখন ও তিনি বলছেন য়ে তিনি মেদিনীপুর এর সাংসদ আর দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের প্রার্থী । আর দিলীপ বাবুর আর পাঁচটা সকালের মতোই আজও সকাল টা ছিল দুর্গাপুর এর 29 নাম্বার ওয়ার্ডের অন্তর্গত স্পোর্টিং মাঠের প্রাতভ্রমণ দিয়ে । যখন তিনি এই মাঠে সকালে তার কর্মসূচিতে ব্যাস্ত তখন এই মাঠেই সংঘ পরিবারের নিজস্ব কর্মসূচি চলছিল ।প্রান্ত প্রচারক দিলীপ বাবুকে সংঘের তরফে অভিবাদন জানান হলে তিনিও অভিবাদন জানিয়ে সংঘের প্রভাতী অনুষ্ঠানে যোগ দেন । কিন্তু য়ে দিলীপ বাবু সংঘের প্রচার থেকে বিজেপি দল কে মাটির দুর্বার থেকে বৃক্ষে পরিনত করেছেন সেই দিলীপ বাবুকে দেখা গেল সংঘের ছোট ছোট ভুল কে শুধরে দিতে কখন তিনি নির্দেশ দিলেন সংঘের লাইনের কতটা দূরে আর একজন স্বয়ং সেবক কে দাঁড়াতে হবে তার দুরত্ব কখন নির্দিষ্ট কর্ম প্রণালী । এ যেন এক অন্য দিলীপ ঘোসকে দেখা গেল সকালের সূর্য উদয়ের সঙ্গে । ভারত মাতাকে অভিবাদন থেকে শৃঙ্খলায় ভরপুর এক সংঘ প্রচারক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ