অভি ভট্টাচার্য --
কারখানা দুর্গাপুরের , কিন্তু চাকরির দাবীতে পাশের জেলার বিধায়ক অলোক মুখার্জী এর হুমকি বাঁকুড়ার শ্রমিক দের কাজে ঢুকতে না দিলে দুর্গাপুরের বারেজের জল বন্ধ করে দেবার এমনি অভিযোগ স্থানীয় তৃণমূল এর বেকার ছেলে সহ গ্রাফাইট কারখানার ট্রেড ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নেতা শেখ রমজান এর । এর সাথে শেখ রমজানএর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায় দুর্গাপুরের বহু চর্চিত বেসরকারি কারখানার গেট চত্বরের সামনে থাকা স্থানীয় ছেলেদের সাথে । সাগড়ভাঙ্গা গ্রাফাইট কারখানার গেটে চাকরির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা স্থানীয় ছেলেদের বিক্ষোভ নতুন কোন ঘটনা নয় কিন্তু এখন পরিস্থিতির আঁচ অনেকটাই উত্তপ্ত । আজ কারখানার গেটে দাঁড়িয়ে স্থানীয় ছেলেদের চাকরির দাবিতে হাহাকার অন্য মাত্রা নিল যখন তাদের অভিযোগের তীর উঠল তৃণমূল এর স্থানীয় নেতা থেকে inttuc সভাপতি অভিজিৎ ঘটক সহ বড়জোরার বিধায়ক অলোক মুখার্জির দিকে ।
স্থানীয় তৃণমূল কর্মী সুরজিৎ দাস ,প্রদীপ দাস, শেখ সাহেব সহ তৃণমূল কর্মীরা বলেন তাঁরা স্থানীয় 28 ও 29 নাম্বার ওয়ার্ডের তৃণমূল কর্মী কিন্তু তারা দীর্ঘ 12 বছর ধরে স্থানীয় তৃণমুল নেতৃত্ব ও জেলা নেতৃত্বের শুধু আশা তে অপেক্ষায় থেকে থেকে আজ তারা বিরক্ত এখন তাদের দাবি যতক্ষন না সুরাহা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন থেকে উঠবেন না । কোকওভেন থানার পুলিশ এই আন্দোলন তুলতে এলে স্থানীয় ছেলেরা বলে আজ তাদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে নেতৃত্ব তাদের সাথে এই খেলা করার মানসিকতা থেকে বেরিয়ে তাদের জন্য মানবিকতার দিক দিয়ে দেখতে হবে ।
ঘটনা ক্ষেত্রে স্থানীয় তৃণমূল এর দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ রমজান এসে ছেলেদের বিক্ষোভ প্রশমনের চেষ্টা করলে তাকে বেশ কিছুটা অসহায় দেখায় ।
কার্যত তিনি স্বীকার করে নেন য়ে দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে তিনিও যথেষ্ট বিব্রত। তিনি ক্যামেরার সামনে স্বীকার করেন বাঁকুড়ার বরজোড়ার বিধায়কের ব্যারেজের জল বন্ধ করার হুমকির কথা । তিনি বলেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ মন্ত্রী প্রদীপ মজুমদার এর সাথে তিনি কথা বলবেন এই বিষয়ে । শেখ রমজান জানান তৃণমূল বিধায়ক অলোক মুখার্জির এই রকম বক্তব্যের কথা তিনি জেলা নেতৃত্বের কাছে শুনেছেন ।
0 মন্তব্যসমূহ