গতকাল সগরভাঙা তে অবস্থিত গ্রাফাইট কারখানার গেটে তৃণমূল এর পতাকা নিয়ে তৃণমুলের স্থানীয় ছেলেদের চাকরির দাবি নিয়ে আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছিল যথেষ্ট । দীর্ঘদিন ধরেই স্থানীয় ছেলেদের চাকরি নিয়ে একটা অসন্তোষ দেখা যাচ্ছে এই এলাকায় । দিনকয়েক আগে ১০ টি স্থানীয় ছেলের নিয়োগ কে কেন্দ্র করে বিরোধী দল বিজেপির বিধায়কের গলায় নিয়োগের বেনিয়ম এর অভিযোগ শোনা যায়। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই গতকাল বলেন বিজেপি এই নিয়ে বরাবর সোচ্চার হয়েছে স্থানীয় ছেলেদের চাকরির দাবিতে কিন্তু সেই নিয়োগ যেন হয় সঠিক পদ্ধতিতে । তিনি অভিযোগ করেন য়ে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি স্থানীয় বিধায়ক ও সাংসদ হিসেবে এলাকার ছেলেদের নিয়োগের জন্য অনুরোধ করলে কারখানা কর্তৃপক্ষ তাদের বলেছিল য়ে কারখানায় কোন কর্মী নিয়োগের প্রয়োজন নেই, তাহলে এখন কিভাবে নিয়োগ হোল বিধায়ক ও সংসদ কে উপেক্ষা করে ? আর সেই কারনে তিনি প্রতিবাদ করেছেন বিক্ষোভ দেখিয়েছেন কারখানার গেটে । বিধায়ক হিসাবে তিনি দাবী করেন নিয়োগ হোক সব পক্ষকে সামনে রেখে সেই জন্য দরকার পড়লে তিনি সবার সাথে আলোচনায় বসতে রাজি । তিনি আবেদন করেন মহকুমা শাসকের সামনে তৃণমূল, বিজেপি,সিপিএম ও কারখানা কর্তৃপক্ষ এক সাথে বসে সিদ্ধান্ত নেবার। সেক্ষেত্রে স্থানীয় অনেক প্রতিভাবান ছেলে আছে যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক দলমত নির্বিশেষে। তিনি এই নিয়োগের জন্য মূলত অভিযোগের তীর ছোড়েন স্থানীয় তৃণমূল নেতা রমজান , মন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী প্রদীপ মজুমদার এর দিকে । স্থানীয় তৃণমূল নেতা রমজান ও তার বাবা শেখ হরবুঝ এর বিরুদ্ধে তিনি ইডি সহ তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ দাবি করেন । গতকাল তিনি জানান এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট দপ্তরে । বিজেপির বিধায়কের দাবী মন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী প্রদীপ মজুমদার এর ছত্রছায়ায় এই তৃণমূল নেতার এত বাড়বাড়ন্ত । পশ্চিমের বিজেপি বিধায়ক বলেন এই তৃণমূল এর ট্রেড ইউনিয়ন নেতা রমজান এর আয় বহির্ভূত সম্পত্তির এর মালিক তাই ইডি এর তদন্ত করুক বলে দাবি করেন বিধায়ক লক্ষন চন্দ্র ঘোরুই । তিনি আরো বলেন এই বিষয়ে তিনি সিজিও কমপ্লেক্স এ একটি লিখিত আবেদন জমা দিয়ে এসেছেন ।

এই বিষয়ে তৃণমূল এর এই ট্রেড ইউনিয়ন এর নেতা শেখ রমজান কে প্রশ্ন করা হলে তিনি জানান গতকাল স্থানীয় তৃণমূল কর্মী বা স্থানীয় ছেলেরা যেটা করেছে এটা স্বাভাবিক ভাবে তিনি সমর্থন করেন । তিনি এই বিষয়ে স্থানীয় ছেলেদের চাকরি হোক এটা চান সেক্ষেত্রে কোন দলীয় রং হীন ভাবে স্থানীয় ছেলেদের চাকরির ক্ষেত্রে তিনি বিজেপি,সিপিএম সহ যেকোন দল এর সাথে এক টেবিলে আলোচনায় বসতে রাজি । তৃণমূল এর এই অতি চর্চিত নেতার গলায় শোনা যায় "28 ও 29 নাম্বার ওয়ার্ডের গুমটির মতো গজিয়ে ওঠা পার্টি অফিস থেকে একটা একটা করে ছেলে নিয়ে নিয়োগ করেছি "কার্যত কি তিনি স্বীকার করে নেন এলাকায় তৃণমূল এর এত বেশি পার্টি অফিস কিছুটা অস্বস্তি ? যেটি তিনি গুমটি শব্দে প্রকাশ করেন । তিনি বলেন এলাকার ছেলেদের চাকরির দাবি তে তিনি কোন দলীয় রং ছাড়া এলাকার ছেলেদের চাকরির ক্ষেত্রে সব সময় রাজী।
তাহলে প্রশ্ন আটকাচ্ছে কোথায় ? কেনই বা এত বিতর্ক ?
শেখ রমজান তিনি বিজেপির বিধায়ক থেকে সিপিএম এর নেতা পঙ্কজ রায় সরকার কে উদ্দেশ্য করে বলেন য়ে তিনিও বিজেপি, সিপিএম এদের সঙ্গে একমত স্থানীয় ছেলেদের চাকরির ক্ষেত্রে আর তাই তিনি আবেদন করেন সবাই আসুন এক সাথে স্থানীয় ছেলেদের নিয়োগ করি কোন পার্টির রঙ না দেখে । শেখ রমজান অভিযোগ করেন য়ে স্থানীয় ছেলেদের নিয়োগের ক্ষেত্রে তার সাথে কারখানা ম্যানেজমেন্ট এর মতান্তর হচ্ছে , এক্ষেত্রে তিনি অভিযোগ এর তীর ছোড়েন ম্যানেজমেন্ট এর দিকে তিনি বলেন ম্যানেজমেন্ট কম মুজুরির বহিরাগত শ্রমিক নিয়োগ করছে । ( এই উক্তি শেখ রমজানের এর সত্যতা বেঙ্গল লেন্স যাচায় করেনি) স্থানীয় ছেলেদের এই দাবীর পাশে তিনি রয়েছেন ।
আর এই বিষয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জীর মন্তব্য তৃণমূল এর কর্মীরা এই আন্দোলন এর মধ্যে দিয়ে বিজেপির অভিযোগ এর সত্যতা কে প্রমাণ করল ।
0 মন্তব্যসমূহ