আর এই বিষয়ে চিরঞ্জিত বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন য়ে বি,এল,ও হিসাবে তার কর্ত্যব্য তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন কিন্তু তার স্কুলের চাকরি টা কেউ করে দেননি। তাই তারা দেশের স্বার্থে এই ডিউটি পালন করে। কিন্তু পরক্ষ্যে চাকরি য়ে তিনি নিজের যোগ্যতায় পেয়েছেন আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বোলপুরে বলেছিলেন য়ে নির্বাচনের আগে ও পড়ে তৃণমূল সরকার ই থাকবে আর এখানেই এই সরকার থাকার বিষয়টিকে অন্য ভাবে দেখছেন চিরঞ্জিৎ । তিনি বলেন য়ে তাদের প্রশিক্ষন এখন অব্দি সম্পূর্ণ হয় নি তাই আগে সম্পূর্ণ ট্রেনিং ও নির্দিষ্ট পরিকাঠামো ভুয়ো ভোটার ধারার সেই বিষয়ে সরকার দেখুক যদি কোন ভুয়ো ভোটার তিনি পান তাহলে অবশ্যই তিনি সেটি বাদ দেবেন এছাড়াও মৃত বয়ক্তির নামে অনেক সময় য়ে ভোটার তালিকা সংশোধন হয় না অথবা একই ব্যক্তির য়ে দুটি ভিন্ন রাজ্যে ভোটার তালিকায় নাম থাকা এরকম বিষয় গুলো যেমন দায়িত্ব নিয়ে সংশোধন করা উচিত তেমনি দরকার পর্যপ্ত প্রশিক্ষন আর বি,এল,ও ডিউটি যেমন দেশের জন্যে তাঁদের কর্তব্য তেমনি এই কাজে রাজ্য সরকারের একজন কর্মচারী হিসাবে এটি সরকার থেকেই তাঁদের কে দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ