BREAKING NEWS

6/recent/ticker-posts

ক্যারেটে তে আন্তর্জাতিক স্তরে উল্লেখ যোগ্য সাফল্য বাংলা তথা দুর্গাপুর এর

অভি ভট্টাচার্য, দুর্গাপুর :- এমাসের ২৫ এ জুলাই থেকে ২৭ শে জুলাই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এ নবম আন্তর্জাতিক ক্যারেটে চ্যাম্পিনশিপ অনুষ্ঠিত হয়। যেখানে এশিয়া মহাদেশের ৮টি দেশের থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন আর এই প্রতিযোগীতায় দুর্গাপুর এর ' দুর্গাপুর ক্যারেটা একাডেমির' ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে ৩২ জন উজ্জ্বল সাফল্যের সঙ্গে তাদের প্রতিভার ছাপ রাখে। আজ ' দুর্গাপুর ক্যারেটা একাডেমির ' প্রতিষ্ঠানে সেই সব কৃতি দের সম্মানিত করেন শিয়ান সমীর কুমার মন্ডল ( এক্স আর্মি ) এসিয়ান ক্যারেটা একাডেমির জাজ এন্ড রেফারি। উক্ত প্রতিযোগিতা তে ১০ জন গোল্ড, ১৩ টা সিলভার ও ১৬ টি ব্রোঞ্জ এর সম্মানে সম্মানিত হয় শহর দুর্গাপুর এর " দুর্গাপুর ক্যারেটা একাডেমির " প্রতিযোগীরা। এই উল্লেখ যোগ্য সাফল্য রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ