BREAKING NEWS

6/recent/ticker-posts

ছোটদের জন্যে উপহার "শিশু সাথী"

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর ২০২৫:- প্রায় ১ কোটি ৭৭ লক্ষ্য টাকা বিনিয়োগ করছে সুপার স্মেটার লিমিটেড আর আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির সঙ্গে যৌথ উদ্যোগে সিটিসেন্টার এর ডিয়ার পার্ক নামে পরিচিত প্রায় নিশ্চিহ্ন হতে বসা এককালে হরিণ বিতর্কের কেন্দ্রে থাকা পার্ক টি নতুন নামে নতুন ভাবে আসছে " শিশু সাথী " নামে নতুন রূপে। আজকে তার উদবোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় এম,আই,সি গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার সহ আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত, পৌরসভার চেয়ারপারসন ও বোর্ড অফ এডমিনেস্ট্রেশন শ্রীমতি অনিন্দিতা মুখার্জী,এস,বি,এস,টি,সির চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর মিউনিসিপালিটি কর্পোরেশন এর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, দুর্গাপুর এর সাব ডিভিশনাল মেজিস্ট্রেট সৌরভ চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী মশাই জানান 'শিশুসাথী' নাম যখন তখন ছোট ছোট শিশুদের সাথে তাঁদের বৃদ্ধ দাদু দিদা তারাও আস্তে পারেন। অত্যধুনিক সাজে সাজবে এই উদ্যান। আজকের এই অনুষ্ঠানে পৌরসভার চেয়ারপারসন ও বোর্ড অফ এডমিনেস্ট্রেশন শ্রীমতি অনিন্দিতা মুখার্জী তার প্রথম দুর্গাপুর এ বিবাহিত জীবনে আষার পড়ে তার শ্বশুরমসাই তথা দুর্গাপুর এর প্রবাদ প্রতিম স্বর্গীয় আনন্দ গোপাল মুখোপাধ্যায় এর স্মৃতি রোমন্থন করেন এই উদ্যান সম্পর্কে। এই উদ্যান কে কেন্দ্র করে আজকে য়থেস্ট উদ্দীপনা ছিলো। এবার অপেখ্যা শুধুই কচিকাচাদের কলতানে সেজে ওঠার।সঙ্গে ওয়ান্ডার ল্যান্ড এর অভিজ্ঞতা আর থাকছে 'বার্ড ইভিয়টারি '। বিভিন্ন দেশের পাখি থাকছে এই পার্কে। কাকাতুয়া থেকে ম্যাকাও আর থাকছে 'কিডস প্লে' এরিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ