BREAKING NEWS

6/recent/ticker-posts

ডাকাত এলো দুর্গাপুরে, পুরো দল নিয়ে হাজির ডাকাত

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ১৫ই সেপ্টেম্বর :- শিল্পপতি তথা দুর্গাপুরের নয়া রূপকার বলেছেন "যত রঙ্গ চতুরঙ্গ" কিন্তু তা বলে তিনি একি করলেন দুর্গাপুর এর মাটিতে ডাকাত নিয়ে হাজির পুজোর আগেই ডাকাতির জন্যে ? এতো গুলো মানুষের কি কি ডাকাতি হলো তার হিসাব দিচ্ছি একটু পড়ে কিন্তু শিল্পাঞ্চলে ডাকাত দল এলো আগে ভাগে জানান দিয়ে। কিন্ত দুর্গাপুর ও আর আগের সেই দুর্গাপুর নেই,  ডাকাত আসবে আর পাবলিক ছেড়ে দেবে তাতো হয় না। তাই ডাকাত দল যখন পুরো দলবল নিয়ে দুর্গাপুরের মাটিতে হাজির তার সঙ্গে হাজির হয়ে গেল পুলিশ পাবলিক সে এক হুলুস্থূলু কাণ্ড। সোমবার সন্ধ্যে বেলায় দুর্গাপুর এর সিটি সেন্টার এর চতুরঙ্গ মাঠে। 
হ্যাঁ ঠিক ধরেছেন দুর্গাপুর এর চতুরঙ্গ এবার এমনিই বলেছে 'যত রঙ্গ চতুরঙ্গ ' আর তাই এই শহরে এলো " রঘু ডাকাত " একদিকে সন্ধ্যে হবার অনেক আগেই মাঠে 'রঘু ডাকাত' কে বরণ করতে হাজির প্রায় জন সমুদ্র। বাংলার ইতিহাস কে সিনেমার চরিত্রে তুলে ধরেছে দেব অভিনীত এই ছবি। ‘রঘু ডাকাত’-ছবির এর প্রমোশনে হাজির হয়েছিলেন ছবির নায়ক দেব এবং নায়িকা ইধিকা পল। সঙ্গে ছিলেন ছবির পুরো টিম—সহঅভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, রূপা গাঙ্গুলি, অম সাহানি, অ্যালেক্স ও’নেল সহ অন্য সদস্যরা। আর এইরকম সন্ধ্যা কালীন শিল্পাঞ্চলের মানুষের মন এর ডাকাতি রুখতে যখন হিমশিম খাচ্ছে প্রশাসন থেকে উদ্যোক্তা আর অলক্ষ্যে হাসছে চতুরঙ্গের রঙ্গোপতি কবি দত্ত ও তার টীম।
 স্থানীয় আঙ্কারিং এর প্রতিভা কাঞ্চন দাস কাঁপিয়ে দিয়েছে ততক্ষন মাঠ। আর সুপার ষ্টার ' দেব ' তার টীম নিয়ে হাজির হতেই রঘু ডাকাত ত্রাহিমাম কে কোথায় ডাকাতি করবে এক সময় তো রঘু ডাকাত টীম কেই কে বাঁচায় দুর্গাপুর এর ইয়ং জেনারেশন এর হাত থেকে।কেউ হাজির রঘু ডাকাতের জন্যে খাড়া নিয়ে কেউ জাহির ডাকাতের পেইন্টিং নিয়ে। এককথায় মহালয়ার আগেই চতুরঙ্গ বলছে এবার "যত রঙ্গ চতুরঙ্গ "

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ