দুর্গাপুরের গণতন্ত্র কলোনীর সহ কয়েকটি জায়গায় এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিশেষ কম্পিউটার প্রশিক্ষন এর উদ্যোগ।
এলাকার মধ্যবিত্ত থেকে খেটে খাওয়া ঘরের ছেলে মেয়েদের আগামী দিনে কম্পিউটার শিক্ষা তে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ এই 'প্রযুক্তি' প্রকল্প। আজ এই প্রকল্পের উদবোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান কবি দত্ত, বিশিষ্ট উদ্যোগপতি তথা ব্যবসায়ী শ্রী চন্দন দত্ত, রমা প্রসাদ হালদার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকার পড়ুয়া থেকে তাঁদের বাড়ির প্রতিটা মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছাস চোখে পড়ার মতো ছিলো। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার শিখার্থীদের সঙ্গে হাতে কলমে দেখেন কখম্পিউটার প্রশিক্ষন এর বিষয়।উৎসাহীত করেন আগামী দিনের জন্যে। উক্ত অনুষ্ঠান কে ঘিরে এলাকার মানুষ য়থেস্ট খুশি দুর্গাপুর চেম্বার অফ কমার্স ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এর ভূমিকায়। গণতন্ত্র কলোনীতে এই প্রযুক্তি প্রকল্পে প্রায় ১০ টি অত্যধুনিক কম্পিউটার দেওয়া হয়েছে যেখানে প্রায় শতাধিক পড়ুয়া এই শিক্ষার মাধ্যমে উপকৃত হবেন।
0 মন্তব্যসমূহ