BREAKING NEWS

6/recent/ticker-posts

কার্নিভালের ঘন্টা বেজে গেল, সময় ৭দিন

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ৩০শে আগষ্ট ২০২৫ :- 
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর মস্তিস্ক প্রসূত দুর্গাপূজা কার্নিভাল রেড রোডের পরে শুরু হয় জেলায় জেলায়।  উদ্দেশ্য ছিলো বাংলার দূর্গা পূজা গুলিকে নিয়ে অনন্য ঐতিহ্যর সাংস্কৃতিক মেল বন্ধন ঘটিয়ে বাংলার সৃষ্টি,কৃষ্টি ও শিল্পের প্রদর্শন এবং বিভিন্ন পূজা উদ্যোক্তাদের চিন্তা ভাবনাকে এক জায়গায় নিয়ে এসে বাংলা তথা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা ও তাঁদের পুরস্কৃত করা। আর তার ব্যতিক্রম দুর্গাপুর ও নয়। বিগত বছরে দুর্গাপুর এর দুর্গাপূজা গুলি কে নিয়ে দুর্গাপুর এর কার্নিভাল ও এক বিশেষ মাত্ৰা পেয়েছে। আর এবছরের কার্নিভাল এর প্রস্তুতি বৈঠক এ উপস্থিত ছিলেন গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক পুন্যবালাম. এস মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর এর মেয়র অনিন্দিতা মুখার্জি, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট ব্যক্তি সহ দুর্গাপুর এর বেশ কয়েকটি পূজা উদ্যোক্তাদের প্রতিনিধিরা। আজ থেকে কার্নিভাল এর অংশগ্রহণ এর আবেদন পত্র গ্রহণ ও বিতরণ শুরু করা হলো বলে আনুষ্ঠানিক ঘোষণা করা হলো এবং এই আবেদন পক্রিয়া আগামী সাতদিনের মধ্যে করার জন্যে সেক্ষেত্রে এই আবেদন পত্র মহকুমা শাসকের দপ্তর থেকে সংগ্রহ করার আবেদন করা হয়েছে আগ্রহী পূজা উদ্যোক্তা দের কাছে। কিন্তু সেক্ষত্রে এবার দেখার দুর্গাপুর এর বড় বাজেটের পূজা গুলির সঙ্গে কী দুর্গাপুর এর কম বাজেটরে পূজা উদ্যোক্তারা তাদের শৈল্পিক চিন্তা ভাবনা কে দুর্গাপূজা কার্নিভাল এ তুলে ধরতে সক্ষম হবে অথবা কার্নিভালে কী এবার কম বাজেটের পূজা উদ্যোক্তা রা এমন কোন থিম দুর্গাপুর বাসীর কাছে উপস্থাপনা করার জন্যে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। আর তার জন্যে এই কার্নিভাল এর প্রস্তুতি শুরু হয়ে গেল প্রশাসনিক ভাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ