BREAKING NEWS

6/recent/ticker-posts

কুশপুত্তলিকা দাহ বেনাচিতির পাঁচমাথা মোড়ে

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২৯শে আগষ্ট২০২৫:-রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে কংগ্রেস এর 'ভোটার অধিকার' যাত্রার সময়ে  বিহারের দ্বারভাঙ্গাতে সভাস্থলের থেকে য়ে বিতর্কিত মন্ত্যব্য নিয়ে রাজনৈতিক সমালোচনা তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব বলেন সমস্ত সীমা লঙ্ঘন করেছে কংগ্রেস আর তার পড়েই আজ কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় "বিধান ভবন"এ বিজেপি কর্মীদের বিক্ষোভ চলা কালীন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দিয়ে বিক্ষোভ এ সামিল হয় বিজেপি কর্মীরা।
কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর করে তান্ডব চালায় পদ্ম শিবিরের কর্মীয়া তার তারই প্রতিবাদে সারা বাংলার কংগ্রেস কর্মীদের মতোই দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরাও পথ অবরোধ করে ও নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে।
অন‍্যান‍্যদের মধ্যে প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায়, তপন সিনহা, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না,দুর্গাপুরের তিনটি ব্লক কংগ্রেসের সভাপতি যথাক্রমে রবীন গাঙ্গুলী, সৌমেন বাউরী, অশোক শাসমল, অন্ডাল ব্লক সভাপতি রবীন মিশ্র, Pcc সদস্য ফৈয়াজ আহমেদ, জেলা সম্পাদক সুব্রত মিশ্র, যুব কংগ্রেসের রানা অধিকারী, শেহনওয়াজ আহমেদ, সুশোভন কোনার সহ সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ