BREAKING NEWS

6/recent/ticker-posts

" কর্মভূমি " জীবনের অন্তিম মহুর্তে একটু স্বস্তির খোঁজে

পান্ডবেশ্বর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিলো মানুষের শেষ যাত্রাটি যেন একটু সুখের হয়। এলাকার মানুষের অন্তিম যাত্রা কালে এলাকার মানুষের বিভিন্ন সময়ে বিশেষত বর্ষা কালে ও প্রখর রৌদ্রে স্মশান এর প্রজ্ঞনে তাঁদের প্ৰিয় মানুষের অন্তিম বিদায় পর্ব ছিলো বিভিশিকা ময়।আর সেই সমস্যা সমাধানে এগিয়ে আসে রোটারি ক্লাব অফ উখরা, আর আই ডিস্ট্রিক্ট ৩২৪০ ও সি এস আর প্রজেক্ট এর অংশ হিসাবে এর সঙ্গে থাকে ডি, ই গ্ৰুপ অফ কোল মাইনস ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। এলাকার উন্নয়ন এর জন্যে রোটারি ক্লাব সর্বদা সচেস্ট আর এই রোটারি ক্লাব এর সাথে যুক্ত এলাকার উন্নয়নের কর্ময়জ্ঞের আর এক বাহক রোটারিয়ান নরেন্দ্রনাথ চক্রবর্তী।  এছাড়া এলাকার বিধায়ক হিসাবেও স্থানীয় মানুষের সেই কষ্ট তাঁর চোখে পড়েছিল। বিধায়ক এর এলাকার মানুষের য়ে ভোটে তিনি জয়যুক্ত তাঁদের কথা মাথায় রেখে রোটারি 'কর্মভূমি' প্রকল্পের অন্তর্গত পান্ডবেশ্বর এ বৈদ্যতিক চুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে এলাকার মানুষের স্বত্বস্ফূর্ত উপস্থিতি লক্ষ্যনীয় ছিলো। এছাড়া এই বৈদুতিক চুল্লি টি য়ে মানুষটির নামে উৎসর্গ করা হয়েছে সেই স্বনামধন্য বলরাম দে মহাশয় এর অভিন্ন হৃদয় বন্ধু তথা এলাকার বিশিষ্ট শিক্ষক শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি এর চেয়ারম্যান কবি দত্ত মহাশয়, রোটারিয়ান অরুন আগরওয়াল, বিডিও মাননীয়া বৃষ্টি হাজরা, উখরা রোটারি ডিস্ট্রিক্ট গভার্নর সুখবিন্দর সিং সহ বিশিষ্ট মানুষজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ