শহরের বুকে তার বড় হয়ে ওঠা, শহরের য়ন্ত্রনা তিনি জানেন,আর এই শহরের চাহিদা ও তিনি বোঝেন। আক্ষরিক অর্থে তিনি রাজনীতিবিদ না হলেও তিনি দুর্গাপুর এর মাটির ছেলে ও তিনি আজ সফল উদ্যোগপতি। আর মুখ্যমন্ত্রীর দায়িত্বে তিনি যেদিন আড্ডা র দায়িত্ব পেলেন সেদিন তিনি তার চেয়ারের সাইডে লাগানো বিশিষ্ট রাজনীতিবিদ যারা তার আগে আড্ডা র দায়িত্ব সামলেছেন, তাঁদের নামের পাশে একজন উদ্যোগপতি হিসাবে আড্ডা র চেয়ারম্যান এর ভূমিকায় তিনি য়ে এমন কিছু করতে চাইছেন সেটা বুঝিয়েছিলেন। আর প্রতিদিন প্রায় ঝড়ের গতিতে একের পর এক দুর্গাপুর এর বিভিন্ন জায়গা কে সাজিয়ে তুলেছেন আড্ডা র চেয়ারম্যান কবি দত্ত কখন দুর্গাপুর এর বিভিন্ন রাস্তা ঘাট,কখন উদ্যান আবার কখন অবৈধ দোকান সরিয়ে তাঁদের সুন্দর সুনির্দিষ্ট ভাবে স্টল করে দেবার উদ্যোগ নিয়েছেন। আর তেমনি গতকাল তিনি গান্ধীমোর থেকে বিধাননগর অব্দি রাস্তা কে ফোর লেন রাস্তায় রূপান্তরিত করেন। উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ এর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক এস পুন্যবালাম,দুর্গাপুর মিউনিসিপালিটি র মুখ্য প্রশাসক মাননীয়া অনিন্দিতা মুখার্জী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ