হাজারো নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী কি আটকাতে পারলো না দুর্ঘটনা ? এমনই প্রশ্ন উঠছে ১৪ই জানুয়ারীর দিনের শেষ লগ্নে। জয়দেব কেন্দুলি এই ঐতিহাসিক মেলাকে কেন্দ্র করে যেখানে লক্ষধিক পুনার্থীর জমায়েত সেই মেলাকে সুরক্ষিত করার জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বীরভূম জেলা পুলিশ কিন্তু মঙ্গলবার বিকেল বেলায় এক দুর্ঘটনার স্বীকার অনুর্ধ 18 বছর বয়সী দুই কিশোর।
দুই কিশোরের জয়দেব এর মেলা উদ্দেশে এসে মকর স্নান করতে গিয়ে অজয় নদীর জলে তলিয়ে যাবার খবরে পুনর্থীদের সুরক্ষা,প্রশাসনিক নজরদারি অথবা ব্যবস্থার উপরে প্রশ্ন উঠতে শুরু হতে পারে ? জয়দেব এর পূণ্য ভূমিতে মকর স্নান করতে এসে জলে তলিয়ে যাবার পরে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। আজ আনুমানিক বিকেল সাড়ে চারটের নাগাদ দুর্গাপুরের বাসিন্দা দুই কিশোর রাহুল রায় ও শুভম মন্ডল যাদের বয়স অনূর্ধ্ব ১৮ বলে শোনা যায়, তারা জয়দেবের এই পূর্ণ স্থানে মকর স্নান এর জন্যে গেলে হঠাৎ জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে।ঘটনাটি শিবপুর সংলগ্ন এলাকায় ঘটলে সেই ঘটনা স্থলে কাঁকসা থানার পুলিশ উপস্থিত হলে ঘটনাস্থলে থাকা জনতা পুলিশকে ঘিরে তাদের ক্ষোভ প্রদর্শন করেন।
জয়দেব কেন্দুলীর এই মেলার শুরুর সময়ে বীরভূমের পুলিশ সুপার আমন দ্বীপ সিং জানান যে তারা পর্যাপ্ত পরিমাণ ওয়াচ টাওয়ার , সমগ্র জেলা থেকে পর্যাপ্ত পুলিশ ফোর্স সাথে সি,সি,টি,ভি ও বেশ কয়েকটি ড্রোন এর দ্বারা নজরদারি চালানোর কথা জানিয়েছিলেন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও এই বিষয়ে য়থেস্ট সজাগ দৃষ্টি রাখে মেলায় আসা পুন্যর্থী দের সুরখ্যা, নিরাপত্তা প্রভৃতি বিষয়ে কিন্তু তারপরেও মঙ্গলবারের দুর্ঘটনার হাত থেকে রখ্যা করা যায়নি দুই কিশোর কে । শেষ পাওয়া খবর অনুযায়ী এদিকে এই ঘটনার সময় একদিকে সন্ধ্যা হয়ে যাবার ফলে উদ্ধারকার্য তে সমস্যা দেখা দেয়। বিপর্যয় মোকাবিলা দল তাঁদের চেষ্টা করছে উদ্ধার করার। অজয় নদে দীর্ঘদিন ধরে অবৈধ বালি কারবার এর অভিযোগ শোনা যায় বিভিন্ন সময়ে আর আজকের এই ঘটনা কি এই বালি উত্তোলনের ফলে ঘটে না অন্য কোন কারনে সেই বিষয়ে বিভিন্ন প্রশ্ন চিহ্ন থাকতে পারে ?
0 মন্তব্যসমূহ