২০২৪ সালের দুর্গাপুজোর কার্নিভাল দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল ১৪ তারিখ । আর এই কার্নিভাল এর মূল আকর্ষণ ছিল প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী আর সঙ্গে উদবোধনী সংগীতে স্বাগতা লক্ষ্মী দাসগুপ্ত । কার্নিভালের রাস্তাতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতি ও পুলিশ প্রশাসনের সুনিপুন ব্যবস্থাপনায় দুর্গাপুরে দূর্গাপূজা কার্নিভাল এক কথায় সুন্দর রূপে দেখা গেছে । এই কার্নিভালকে সামনে থেকে পরিচালনা করেন দুর্গাপুরের জনপ্রিয় ও সংস্কৃতি প্রেমী মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর এর মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি তার সুমধুর ব্যবহারে। এছাড়াও জেলা শাসক শ্রী পোন্নাম্বালাম এস ও পুলিশ কামিশনার সুনীল কুমার চৌধুরী মহাশয়ের ভূমিকা য়থেস্ট প্রসংশোনীয় ছিলো। সঙ্গে ছিলেন adda চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় এর তোত্বাবধান । জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী ও গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় সহ প্রশানিক একাধিক কর্তা ব্যাক্তিরা।তৃতীয় বর্ষে পড়েছে এবছরের দুর্গাপুর এর দুর্গাপূজা কার্নিভাল। প্রশাসনের প্রতিটি কর্মকর্তা থেকে স্বেচ্ছা সেবক দের ভূমিকা য়থেস্ট প্রশংসার দাবী রাখে।এবছরের কার্নিভাল এর পরিচালনার দায়িত্বে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভূমিকাও য়থেস্ট প্রসংসা পায় উপস্থিত দর্শকের।
এবছর কার্নিভাল কে কেন্দ্র করে প্রশাসনের ভোটিং এপ্লিকেশন ও সরকারি যাত্রী সাথী মোবাইল এপ্লিকেশন এর বিষয় টি নিয়ে য়থেস্ট উৎসাহ ছিলো মানুষের মধ্যে।
0 মন্তব্যসমূহ